পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বাগানের প্র্যাকটিস শুরু 4 জুলাই, ইস্টবেঙ্গলের 10 থেকে

4 জুলাই দল নিয়ে নেমে পড়বেন মোহনবাগান কোচ । 10 জুলাই শুরু হচ্ছে ইস্টবেঙ্গলের অনুশীলন ।

বাগানের প্র্যাকটিস শুরু 4 জুলাই, ইস্টবেঙ্গলের 10 থেকে

By

Published : Jul 2, 2019, 10:36 AM IST

কলকাতা, 2 জুলাই : মোহনবাগান কোচ শহরে পা দিয়ে অনুশীলন শুরু করার ব্যাপারে তোড়জোড় শুরু করেছেন । 4 জুলাই তিনি দল নিয়ে নেমে পড়বেন । তার আগে আজ ফুটবলারদের সঙ্গে পরিচয় পর্ব সারবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন । গতকাল সকালে মোহনবাগানের বিদেশি ফিজ়িও চলে এলেন ।

পড়শি ক্লাবের অনুশীলনের খবরে স্বাভাবিকভাবে ইস্টবেঙ্গল সদস্য সমর্থকদের নতুন মরসুমের বল গড়ানো নিয়ে উৎকণ্ঠা বাড়ছিল । তবে চিন্তা দূর করে ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা মরসুমের প্রথম অনুশীলনের দিন ঘোষণা করল । 10 জুলাই শুরু হচ্ছে ইস্টবেঙ্গলের অনুশীলন । গতকাল সকালে কোয়েস ইস্টবেঙ্গলের সোশাল মিডিয়া পেজে সরকারিভাবে এ খবর ঘোষণা করা হয় । ফলে লাল হলুদ সমর্থকদের প্রতীক্ষার অবসান হতে চলেছে । নতুন মরসুমের জন্য অনুশীলন শুরু করবে ইস্টবেঙ্গল, ঘোষণা হতেই সদস্য সমর্থকরা তাদের স্বস্তি প্রকাশ করেছে ।

তবে ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ আলেয়ান্দ্রো কবে আসবেন তা এখনও জানা যায়নি । এই বিষয়ে ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থার কর্তারা বলছেন দ্রুতই তাঁর আসার দিন জানানো হবে । 10 জুলাই প্র্যাকটিস শুরু হলে তার অন্তত দিন পাঁচেক আগে আলেয়ান্দ্রো সহরে পা দেবেন বলে ইঙ্গিত দেওয়া হয়েছে । তিন সপ্তাহের প্রিসিজ়ন ট্রেনিং করানোর কথা ।

এই মরসুমে লিগ ও ডুরান্ড কাপ একই সঙ্গে চলবে । ফলে দুটো টুর্নামেন্টের জন্য দলকে তৈরি রাখতে হবে । প্রিসিজ়ন ট্রেনিংয়ের পাশাপাশি প্রস্তুতি ম্যাচ খেলার ভাবনা রয়েছে লাল হলুদ কোচিং ব্রিগেডের । ইতিমধ্যে ফুটবলারদের চুক্তি সম্পন্ন করা হচ্ছে । চলতি সপ্তাহে চুক্তিবদ্ধ ফুটবলারদের তালিকা প্রকাশ করা হবে । তিন বিদেশি চূড়ান্ত । কোচ স্বয়ং একজন বিদেশি স্ট্রাইকার নিয়ে কলকাতায় পা দিতে চলেছেন । ইতিমধ্যেই ভারতীয় ফুটবলারদের দলের প্র্যাকটিসে যোগ দেওয়ার ব্যাপারে নির্দেশ দেওয়া শুরু হয়েছে । সব মিলিয়ে জুলাইয়ের 10 তারিখ থেকেই, নতুন মরসুমের জন্য স্বপ্ন দেখা শুরু ইস্টবেঙ্গল সমর্থকদের ।

ABOUT THE AUTHOR

...view details