পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ভারতসেরা মোহনবাগান, সবুজ-মেরুন কার্জন গেট - football

019-20 মরশুমে মোহনবাগান আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার পরই আনন্দে মেতে উঠেছিল বর্ধমানের মোহনবাগান ফ্যান ক্লাব । যদিও কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সেই সময় ট্রফি দেওয়া হয়নি । রবিবার কলকাতায় মোহনবাগান কর্তাদের হাতে ট্যাম্পিয়নশিপ ট্রফি তুলে দেওয়া হয় । উৎসবে মেতে ওঠে কলকাতার মোহানবাগান সমর্থকরা । হাওড়া ব্রিজ সেজে ওঠে সবুজ মেরুন আলোয় ।

burdwan
burdwan

By

Published : Oct 20, 2020, 10:41 PM IST

বর্ধমান, 20 অক্টোবর: মোহনবাগান উৎসবে শামিল হল বর্ধমানের মোহনবাগান অনুগামীরা । মোহনবাগান ফ্যান ক্লাব মেরিনার্সের উদ্যোগেই সবুজ মেরুন আলোয় সেজে উঠে উঠল বর্ধমানের কার্জনগেট।

2019-20 মরশুমে মোহনবাগান আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার পরই আনন্দে মেতে উঠেছিল বর্ধমানের মোহনবাগান ফ্যান ক্লাব । যদিও কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সেই সময় ট্রফি দেয়নি AIFF । রবিবার কলকাতায় মোহনবাগান কর্তাদের হাতে ট্যাম্পিয়নশিপ ট্রফি তুলে দেওয়া হয় । উৎসবে মেতে ওঠে কলকাতার মোহানবাগান সমর্থকরা । হাওড়া ব্রিজ সেজে ওঠে সবুজ মেরুন আলোয় ।

তাই বর্দমানের মোহনবাগান সমর্থকরা কার্জন গেটকে সবজ-মেরুন রঙে সাজিয়ে তোলার পরিকল্পনা করে । সেইমতো সবুজ মেরুন আলোয় সেজে ওঠে কার্জন গেট । বর্ধমান শহরের প্রাণকেন্দ্র এই কার্জনগেট । পুজোর সময় সবুজ মেরুন রঙের রঙের ছোঁয়ায় অন্য মাত্রা পেয়েছে কার্জনগেট ।

নতুন আলোয় কার্জন গেটকে দেখে খুশি শহরবাসীরাও । বাসিন্দাদের মতে অনেক ঘটনার সাক্ষী এই কার্জন গেট । এবার মোহনবাগানের ভারত সেরা হওয়ার সাক্ষী থাকল ।

ABOUT THE AUTHOR

...view details