বর্ধমান, 20 অক্টোবর: মোহনবাগান উৎসবে শামিল হল বর্ধমানের মোহনবাগান অনুগামীরা । মোহনবাগান ফ্যান ক্লাব মেরিনার্সের উদ্যোগেই সবুজ মেরুন আলোয় সেজে উঠে উঠল বর্ধমানের কার্জনগেট।
2019-20 মরশুমে মোহনবাগান আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার পরই আনন্দে মেতে উঠেছিল বর্ধমানের মোহনবাগান ফ্যান ক্লাব । যদিও কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সেই সময় ট্রফি দেয়নি AIFF । রবিবার কলকাতায় মোহনবাগান কর্তাদের হাতে ট্যাম্পিয়নশিপ ট্রফি তুলে দেওয়া হয় । উৎসবে মেতে ওঠে কলকাতার মোহানবাগান সমর্থকরা । হাওড়া ব্রিজ সেজে ওঠে সবুজ মেরুন আলোয় ।