পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

প্রথমবার কলকাতায় পুজো দেখে মুগ্ধ ওপোকুরা - কলকাতায় পূজো দেখে মুগ্ধ ওপোকুরা

লিগ চলাকালীন দুর্গাপুজো সম্পর্কে শুনেছেন । সদ্য শেষ হওয়া কলকাতা লিগে BSS-র হয়ে খেলেছেন । প্রথমবার কলকাতায় দুর্গাপুজো দেখলেন ওপোকু, ব্রাইট, ফ্রেডরা ৷

ছবি

By

Published : Oct 9, 2019, 2:33 AM IST

Updated : Oct 9, 2019, 7:43 AM IST

কলকাতা, 9 অক্টোবর : সদ্য শেষ হওয়া কলকাতা লিগে BSS-র হয়ে খেলেছেন । প্রথমবার কলকাতায় দুর্গাপুজো দেখলেন ৷ মুগ্ধ ওপোকু, ব্রাইট, ফ্রেডরা ৷

খেলার কারণেই কলকাতার ময়দানে পা রাখা । আই লিগ খেলার সময় গোকুলাম FC-র হয়ে খেলতে এসেছিলেন । যুবভারতী ক্রীড়াঙ্গনে খেললেও সেভাবে শহর দেখা হয়নি । BSS-র হয়ে কলকাতায় খেলতে এসে এই শহরের ফুটবল উন্মাদনার সঙ্গে পরিচিত হয়েছেন । লিগ চলাকালীন দুর্গাপুজো সম্পর্কে শুনেছেন । এত ভিড়, মানুষের প্রতিমা দর্শন করা দেখে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন ৷ তবে, গত তিনদিন ভিড়ের ভয়ে পুজো দেখতে যাওয়া হয়নি ।

ভিডিয়োয় শুনুন ওপোকু, ব্রাইটদের বক্তব্য

দশমীর সকালে সাহস করে বেহালার পুজো দেখতে বেরিয়েছিলেন তাঁরা । উপস্থিত হয়েছিলেন বেহালা নতুনদলের পুজোতে । ব্রাইট পুজোর পৌরানিক ব্যাখ্যা জেনে এসেছিলেন । জানতেন, দেবী দুর্গা শিব ঠাকুরের পরিবার ৷ মানুষের এই স্বতস্ফূর্ত অংশগ্রহণ, আনন্দ দেখে শুধু শারোদৎসব নয় শহর কলকাতাকে নতুন ভাবে চিনলেন ওপোকুরা । এবার আই লিগের প্রস্তুতিতে নামতে চান । তার আগে দুর্গাপুজোর ছবি চিরস্থায়ী হয়ে রয়ে গেল তাঁদের স্মৃতিতে ৷

Last Updated : Oct 9, 2019, 7:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details