রিও ডি জেনেইরো, 13 জুন : ফুটবল জ্বরে কাবু ইউরোপ ৷ চলছে ইউরো 2020 ৷ অন্যদিকে ব্রাজিলে শুরু হতে চলেছে লাতিন আমেরিকার সবথেকে বড় টুর্নামেন্ট কোপা আমেরিকা ৷ প্রথম ম্যাচেই মুখোমুখি আয়োজক ব্রাজিল ও ভেনেজুয়েলা ৷ ভারতীয় সময় আজ রাত 2টো 30 মিনিটে মহারণে মুখোমুখি হচ্ছে দুই দেশ ৷
ঘরের মাঠে খেলার সুযোগ ৷ তাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রথম ম্যাচ থেকেই জয়ের জন্য ঝাঁপাবে তা বলাই বাহুল্য ৷ বলাই যায় টুর্নামেন্টে ফেভারিট সেলেকাওরা ৷ প্রথম দিকে প্রচুর অনিশ্চিয়তা থাকলেও, ব্রাজিলের মাটিতে আমেরিকার মেগা টুর্নামেন্ট নিয়ে উত্তেজনা তুঙ্গে ৷
প্রথমে কলোম্বিয়াতে মেগা টুর্নামেন্ট আয়োজন হওয়ার কথা ছিল ৷ কিন্তু দেশে রাজনৈতিক ডামাডোল থাকায় শেষ মুহূর্তে সরে আসে কলোম্বিয়া ৷ এরপর সিদ্ধান্ত নেওয়া হয় টুর্নামেন্টের আয়োজন করবে আর্জেন্টিনা ৷ কিন্তু করোনা ভাইরাসের বাড়বাড়ন্তে তাঁরাও পিছিয়ে আসে ৷ শেষ মুহূর্তে ব্রাজিল প্রেসিডেন্ট টুর্নামেন্ট আয়োজনের গ্রিন সিগন্যাল দেন ৷ প্রথমে টুর্নামেন্টটি 12 জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও পরে সেটি 13 জুন( ভারতীয় সময়ে 14 জুন) থেকে হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷