সাও-পাওলো, 7 সেপ্টেম্বর : রুটিন চেপ আপ করাতে গিয়ে কোলনে টিউমার ধরা পড়েছিল ফুটবল লেজেন্ড পেলের ৷ এরপর তা পরীক্ষার জন্য পাঠানো হয় ৷ ব্রাজিলের সাও-পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে অপারেশন হয় 80 বছর বয়সী ফুটবল সম্রাটের ৷ গতকাল, হাসপাতাল সূত্রে জানানো হয় এখন তিনি সুস্থ রয়েছেন ৷ গত 31 অগস্ট থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন ৷
তিনবারের বিশ্বকাপজয়ী ফুটবলার ছ'দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি মেসেজ পোস্ট করেন ৷ যেখানে তিনি উল্লেখ করেন, "আমার শরীর এখন ভাল রয়েছে ৷ আমার শারিরীক অবস্থা যে খবর প্রকাশিত হয়েছিল তা গুজব ৷ করোনা প্যানডেমিক পরিস্থিতিতে রুটিন চেক আপের জন্যই জন্যই আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম ৷ "