রিও ডি জেনেইরো, 8 জুলাই : দীর্ঘ 12 বছরের প্রতীক্ষার অবসান । মারাকানা স্টেডিয়ামে পেরুকে 3-1 গোলে হারিয়ে কোপা অ্যামেরিকা জিতল ব্রাজ়িল । সেলেকাওদের হয়ে গোল করেন এভার্টন সোওয়ারেস, গ্যাব্রিয়েল জেসুস ও রিচারলিসন । পেরুর হয়ে একমাত্র গোলটি পাওলো গুয়েরেরোর ।
1950 সালে মারাকানায় বিশ্বকাপ ফাইনালে উরুগুয়ের কাছে হেরেছিল ব্রাজ়িল । সেই মারাকানাতেই আজ ফাইনালে নেমেছিল ব্রাজ়িল । প্রতিপক্ষ পেরু । গ্রুপ লিগের ম্যাচে পেরুকে পাঁচ গোল দিয়েছিল ব্রাজিল । তাই ফাইনালে ফেভারিট হিসেবেই শুরু করেছিল তারা । তবু আশা-নিরাশার দোলাচলে ছিলেন সমর্থকরা । মারাকানায় শাপমুক্তির প্রার্থনা করছিল গোটা ব্রাজ়িল । প্রথমার্ধের 15 মিনিটে এভার্টনের গোলে এগিয়ে যায় সেলেকাওরা । 44 মিনিটে পেরুকে সমতায় ফেরান গুয়েরেরো । পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি পেরুর তারকা । চলতি কোপা অ্যামেরিকায় প্রথমবার পরাস্ত হন ব্রাজ়িল গোলকিপার অ্যালিসন । এরপরই অঘটনের আশায় বুক বাঁধতে থাকেন পেরু সমর্থকরা । কিন্তু, চার মিনিট পরই সেই স্বপ্ন ধাক্কা খায় । প্রথমার্ধের ইনজুরি টাইমে ফের এগিয়ে যায় ব্রাজ়িল । এবার গোল করেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার গ্যাব্রিয়েল ।