পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বুন্দেশ লিগার শুরুতেই বড় জয় ডর্টমুন্ডের - কোরোনা ভাইরাস

ম্যাচের প্রথম অর্ধেই দুই গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড ৷ 29 মিনিটে প্রথম গোল করেন আরলিং হল্যান্ড ৷ গোলরক্ষককে একা পেয়ে গোল করতে ভুল করেননি এই স্টাইকার ৷ এর পর প্রথমার্ধের একেবারে শেষদিকে 45 মিনিটে গোল করে দলকে 2-0 ব্যবধানে এগিয়ে দেন রাফায়েল গুরেরো ৷

image
বড় জয় ডর্টমুন্ডের

By

Published : May 17, 2020, 12:20 AM IST

ডর্টমুন্ড, 16 মে : কোরোনা ভয় দূরে সরিয়ে ফুটবল ফিরল মাঠে ৷ প্রায় দুই মাস বন্ধ থাকার পর শুরু হল জার্মানির এক নম্বর ফুটবল টুর্নামেন্ট বুন্দেশ লিগা ৷ আর রাউন্ড 26 এর ম্য়াচে আজ মাঠে নেমেছিল বরুশিয়া ডর্টমুন্ড ও ফুটবল ক্লাব শায়েকে ৷ কোরোনার জন্য স্থগিত হয়ে যাওয়ার পর, খেলা শুরু হতেই FC শায়েকেকে 4-0 গোলে উড়িয়ে দিল ডর্টমুন্ড ৷

ম্যাচের প্রথম অর্ধেই দুই গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড ৷ 29 মিনিটে প্রথম গোল করেন আরলিং হল্যান্ড ৷ গোলরক্ষককে একা পেয়ে গোল করতে ভুল করেননি এই স্টাইকার ৷ এর পর প্রথমার্ধের একেবারে শেষদিকে 45 মিনিটে গোল করে দলকে 2-0 ব্যবধানে এগিয়ে দেন রাফায়েল গুরেরো ৷

বিরতির পরই ফের গোল করে 3-0 ব্যবধানে এগিয়ে যায় ডর্টমুন্ড ৷ এবার গোল করেন থরগ্যান হ্যাজার্ড ৷ গোল পরিশোধ করার মরিয়া চেষ্টা করে শায়েকে ৷ ফলে বারবার আক্রমণে উঠে আসে শায়েকে ৷ আর এর সুযোগ নিয়েই ফের গোল করেন রাফায়েল গুরেরো ৷ এর পর বারবার চেষ্টা করলেও ডর্টমুন্ডের ডিফেন্স ভাঙতে পারেনি ফুটবল ক্লাব শায়েকে ৷

অন্য খেলায় হফেনহেনকে 3-0 গোলে হারায় হেরাথ বার্লিন ৷ ও উল্ফসবার্গ 2-1 গোলে আগুসবার্গের বিরুদ্ধে জয়লাভ করে ৷

ABOUT THE AUTHOR

...view details