কলকাতা, 3 জানুয়ারি : অনুশীলন সেরে গোয়াগামী বিমান ধরবে ইস্টবেঙ্গল । শনিবার আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে মাঠে নামবে লাল হলুদ ব্রিগেড । চলতি আই লিগে প্রথমবার ছয় বিদেশি ফুটবলার নিয়ে নামবেন কোচ আলেয়ান্দ্রো । এদিকে, চোট সারিয়ে দলে ফিরেছেন স্প্যানিশ ডিফেন্ডার বোরহা গোমেজ । দলের সঙ্গে গোয়াগামী বিমানে উঠলেও শনিবার তার প্রথম একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা কম । পরিস্থিতি অনুযায়ী পরিবর্ত হিসেবে মাঠে নামতে পারেন বোরহা । তবে তাঁর প্রত্যাবর্তনে যে দলের শক্তি বেড়েছে, মানছেন আলেয়ান্দ্রো।
প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্সকে শক্তিশালী দল বলে মনে করেন ইস্টবেঙ্গল কোচ । একইসঙ্গে দলের প্রস্তুতিতেও তিনি খুশি । পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখতে তাই জয়ের জন্যে মরিয়া লাল হলুদ ব্রিগেড । অসুস্থতার কারণে পিন্টু মাহাত নেই । দলের সঙ্গে গেলেও চোটের জন্যে খেলার পরিস্থিতিতে নেই সামাদ আলি মণ্ডল । দুই ফুটবলারকে না পাওয়া গেলেও চিন্তিত নন লাল হলুদ কোচ । তার মতে এগারো ফুটবলারের বাইরে যথেষ্ট ভালো মানের পরিবর্ত রয়েছে তার হাতে ।