পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ইস্টবেঙ্গলেই বোরহা, এক লিগের ইঙ্গিত ফেডারেশন সচিবের - borha

বোরহা ফার্নান্ডেজ়কে দু'বছরের জন্য চুক্তিবদ্ধ করল ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গল

By

Published : Apr 12, 2019, 11:20 PM IST

কলকাতা, 12 এপ্রিল : বোরহা ফার্নান্ডেজ়কে দু'বছরের জন্য চুক্তিবদ্ধ করল ইস্টবেঙ্গল। আজ অফিশিয়ালি স্প্যানিশ ডিফেন্ডারকে দলে নেওয়ার কথা জানানো হয়। সদ্য শেষ হওয়া আই লিগে ইস্টবেঙ্গল ডিফেন্সের অন্যতম ভরসা ছিলেন বোরহা। জনি অ্যাকোস্টার সঙ্গে জুটি বেঁধে ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলেছেন তিনি। ফের ইস্টবেঙ্গলে চুক্তিবদ্ধ হয়ে খুশি এই স্প্যানিশ ডিফেন্ডার।

নতুন মরশুমে দলের ট্রফি এনে দেওয়াকে পাখির চোখ করতে চান বোরহা। কোচ হিসেবে আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়াকে দু'বছরের জন্য চুক্তিবদ্ধ করার পর এবার স্প্যানিশ ডিফেন্ডারকে দলে নিল ইস্টবেঙ্গল। মিডফিল্ডার ব্র্যান্ডনকেও নিয়েছে তারা। কোচ ইতিমধ্যেই ফুটবলারদের একটি তালিকা দিয়েছেন। সেইমতো ফুটবলার নেওয়ার চেষ্টাও চলছে। কোয়েস ইস্টবেঙ্গলের তরফে শক্তিশালী দল গড়ার কথাও জানানো হয়েছে।

এদিকে, নতুন মরশুমে একটি লিগ চালু করার ইঙ্গিত দিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সচিব কুশল দাস। নতুন লিগে অবনমন থাকবে বলে জানিয়েছেন তিনি। ফেডারেশন সচিবের কথায়,আই লিগ ও ISL সংযুক্তিকরণের ইঙ্গিত। তবে তার আগে ক্লাবগুলির আর্থিক অবস্থা ফেডারেশন খতিয়ে দেখতে চায়। আগামীকাল লিগ কমিটির সভা। সেখানে সুপার কাপে আই লিগের জোটের অংশগ্রহণ নিয়ে আলোচনা হবে। তবে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিষয়টিকে শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পাঠানো হবে।

ABOUT THE AUTHOR

...view details