কলকাতা, 14 সেপ্টেম্বর : শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন নামে নয় । ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেডের নামেই ISL- এর বিড পেপার জমা দেওয়া হচ্ছে । আজ বিকেল পাঁচটার মধ্যে অনলাইনে বিড পেপার জমা দেওয়া হবে । 17 সেপ্টেম্বরের মধ্যে যাবতীয় কাগজ ক্যুরিয়ার করে পাঠানো হবে ।
শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন নামে নথিভুক্তকরণ এবং বিড পেপার জমা করার কথা চিন্তা করেও কেন ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেডের নামে জমা দেওয়া হচ্ছে ? কারণ স্পোর্টিং রাইটস এবং NOC দুটোই রয়েছে ক্লাবের নামে । AFC-র লাইসেন্সিংও হয়েছে ক্লাবের নামে । এই অবস্থায় নতুন কম্পানির নামে দরপত্র জমা দিলেও তা গৃহীত হবে না । কারণ নতুন কম্পানি ফেডারেশন এবং FSDL- এর কাছে নথিভুক্ত নয় । এই অবস্থায় ISL- এর মঞ্চে জায়গা করতে হলে দুই পা পিছিয়ে আসা ছাড়া কোনও পথ ছিল না ইস্টবেঙ্গল ক্লাব এবং তাদের বিনিয়োগ সংস্থার ।