কলকাতা, 19 সেপ্টেম্বর : ডুরান্ড কাপের পর এবার কলকাতা ফুটবল লিগেও হারের ধাক্কা মহমেডান স্পোর্টিংয়ে । ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে 0-2 গোলে পরাজিত হয়েছে সাদা কালো শিবির । চলতি কলকাতা লিগে এটাই প্রথম পরাজয় মহমেডানের ৷
শনিবারের ম্যাচে ভবানীপুরের বিরুদ্ধে প্রথম থেকেই ছন্দহীন দেখিয়েছে নিকোলাস, আজহারউদ্দিন মল্লিকদের ৷ ফলে প্রতিপক্ষ ভবানীপুর সহজেই ম্যাচের রাশ তুলে নেয় । ম্যাচের প্রথম ছয় মিনিটে সুজয় দত্তর প্রথম গোল ভবানীপুরকে চালকের আসনে বসতে সাহায্য করে । এগারো মিনিটে কামোর গোল ভবানীপুরের হাতে শক্ত ভাবে ম্যাচের নিয়ন্ত্রণ তুলে দেয় । প্রথম পনেরো মিনিটে দু'গোলের ধাক্কায় মহমেডান ব্যাকফুটে চলে গিয়েছিল । এই সময় ফৈজল আলির শট ভবানীপুর গোলরক্ষক অসাধারণ তৎপরতায় বাঁচিয়ে দেন । 28 মিনিটে ফৈজলের পাস থেকে সুযোগ নষ্ট করেন মার্কাস । এই সময় দুই দলের আক্রমণ প্রতি আক্রমণে খেলা জমে ওঠে । বিরতির পরে একাধিক বার গোলের সুযোগ তৈরি করলেও মহমেডান ফুটবলাররা মার্কাস জোসেফ, নিকোলাসরা ভবানীপুরের গোলমুখ খুলতে পারেননি । এই সময় ভবানীপুরের রক্ষণভাগের ফুটবলাররা কার্যত পাহাড় হয়ে সাদা কালো আক্রমণকে নির্বিষ করে দেয় ।