পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

স্বপ্নপূরণ নবাগতদের, সুনীলের প্রশংসায় বাইচুং

'স্বপ্ন পূরণ হল' জাতীয় দলের জার্সিতে অভিষেকের পর মন্তব্য নবাগতদের । সুনীল ছেত্রীকে শুভেচ্ছা বাইচুংয়ের ।

1

By

Published : Jun 6, 2019, 9:55 PM IST

কলকাতা, 6 জুন : সুনীল ছেত্রীকে অভিনন্দন জানালেন বাইচুং ভুটিয়া । কিংস কাপে কুরাকাওয়ের বিরুদ্ধে মাঠে নামার সঙ্গেই ভারতীয় ফুটবল দলের বর্তমান অধিনায়ক দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির গড়লেন ।

এতদিন দেশের হয়ে সর্বোচ্চ 107টি ম্যাচ খেলার রেকর্ড ছিল বাইচুং ভুটিয়ার দখলে । সুনীল রেকর্ড গড়লেন বাইচুং এর ম্যাচ খেলার রেকর্ড ভেঙে । খেললেন 108টি ম্যাচ । নতুন অধিনায়কের কাছে নজির হাতছাড়া হওয়ায় পাহাড়ি বিছে দুঃখিত নন । বরং অভিনন্দন জানিয়েছেন। বলেন, "আমি সুনীলের জন্য গর্বিত । ও অসাধারণ নেতা । দারুন ফুটবলার । আশা করব সুনীল এভাবেই পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখবে।" একই সঙ্গে তিনি জানিয়েছেন কলকাতায় যখন প্রথমবার সুনীল ছেত্রীর সঙ্গে পরিচিত হয়েছিলেন তখনই শেখার ইচ্ছে ও সাফল্য পাওয়ার খিদে দেখে বিস্মিত হয়েছিলেন ।

ভারতীয় দলের জার্সিতে দীর্ঘদিন ধরে খেলে চলেছেন সুনীল এবং তা নিয়ে প্রশ্ন তোলার কারণ দেখেন না বাইচুং। তাঁর মতে দলের অন্যতম সিনিয়র ফুটবলার হয়েও সবচেয়ে বেশি পরিশ্রম করে সুনীল । ফিটনেসে দলের বাকিদের সঙ্গে তুলনায় এগিয়ে থাকবেন । তাই খেলাটা উপভোগ করে আরও ভালো পারফরম্যান্সের কথা সুনীলকে বলতে চান বাইচুং ।

এই সংক্রান্ত আরও খবর : যাত্রা শুরুতেই হোঁচট স্টিমাচের, হারল ভারত

কিংস কাপে কুরাকাওয়ের বিরুদ্ধে ছয় জন নতুন ফুটবলারকে প্রথম একাদশে রেখেছিলেন ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ । প্রথমবার ভারতীয় দলের জার্সিতে অভিষেকের মুহূর্তকে সকলেই বলছেন, 'স্বপ্ন সত্যি হল।'

"জাতীয় সঙ্গীত গাইবার সময় আমি কেঁদে ফেলেছিলাম, "নিজের অনুভূতির কথা বলেছেন 24 বছর বয়সী ব্র্যান্ডন ফার্নান্ডেজ । সিনিয়র দলের হয়ে দেশের জার্সিতে প্রথম তাঁর জীবনের সেরা মুহূর্ত । রাহুল ভেকে বলেছেন এই দিনটার জন্যই এতদিন ঘাম রক্ত ঝরিয়েছেন । তা সার্থক হওয়ায় ভালো লাগছে তাঁর । শনিবার ভারতীয় দল কিংস কাপে পরবর্তী ম্যাচ খেলবে । কুরাকাওয়ের কাছে হারলেও ইগর স্টিমাচের মানসিকতার প্রশংসায় প্রাক্তনরা ।

ABOUT THE AUTHOR

...view details