লিডস, 16 মে : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মানসিকতাই তাঁকে মহান ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে ৷ এমনকী এই মানসিকতাই তাঁকে আরও বেশি গোল করতে এবং ক্লাব ও দেশের হয়ে ট্রফি জেতার খিদে বাড়াতে সাহায্য করে ৷ এমনই মত পর্তুগালে রোনাল্ডোর সতীর্থ বার্নাদো সিলভার ৷
সিলভা বলেন, ‘‘যেটা রোনাল্ডোকে মহান ফুটবলার তৈরি করেছে, সেটা হল তাঁর মানসিকতা ৷ ওঁর এখন 35 বছর বয়স ৷ দীর্ঘ 15 বছরের বেশি সময় ধরে ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে দুরন্ত খেলছেন রোনাল্ডো ৷ এবং এখনও ও ক্লান্ত হয়নি ৷ ও সবসময় বেশি কিছু চায় ৷’’