বেঙ্গালুরু, 13 ফেব্রুয়ারি : বিধ্বংসী বেঙ্গালুরু FC ৷ ভুটানের ক্লাব পারো FC-কে 9-1 গোলে উড়িয়ে দিল কার্লোস কুয়াদার্তের ছেলেরা ৷ একই সঙ্গে ACF কাপের যোগ্যতা নির্নায়ক পর্বের শেষ ধাপে পৌঁছে গেল বেঙ্গালুরু FC ৷ চোটের জন্য এদিন খেলেননি সুনীল ছেত্রী ৷ অধিনায়ককে ছাড়াই বিশাল ব্যবধানে জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে বেঙ্গালুরুর ৷
এটাই বেঙ্গালুরুর সর্বোচ্চ ব্যবধানে জয় ৷ এতদিন DSK শিবাজিয়ানের বিরুদ্ধে 7-0 গোলে জয়ই ছিল সুনীলদের সর্বোচ্চ ব্যবধানে জয় ৷ বেঙ্গালুরুর হয়ে হ্যাটট্রিক করেন সেমবোই হাওকিপ ও দেশোরন ব্রাউন ৷ প্রথম লেগে থিম্পুতে দলের হয়ে একমাত্র গোলটি করেছিলেন এই হাওকিপ ৷ বেঙ্গালুরুর হয়ে গোলের খাতাও খোলেন তিনি ৷ ম্যাচের 6 মিনিটে লং বল থেকে গোল করে যান হাওকিপ ৷ শীঘ্রই 2-0 করে যান জুয়ান গঞ্জালেস ৷ নিলি পেডোমোর কর্নার থেকে হেডে গোল করেন তিনি ৷ এরপরই পারোর হয়ে ব্যবধান কমান বেঙ্গালুরুর প্রাক্তন ফুটবলার চেঞ্চো ৷ 16 মিনিটে গোল করেন তিনি ৷ 26 মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন হাওকিপ ৷ 29 মিনিটে দেশোরন ব্রাউন 4-1 করে দেন ৷ প্রথমার্ধে এই ব্যবধানেই খেলা শেষ করে বেঙ্গালুরু ৷