কল্য়াণী, 21 নভেম্বর : দুর্বল প্রতিপক্ষকে পেয়ে জয় দিয়ে সন্তোষ ট্রফি (Santosh Trophy) অভিযান শুরু করল বাংলা (Bengal) ৷ কল্য়াণীতে রবিবার সন্তোষ ট্রফির ইস্ট জোন কোয়ালিফায়ারের প্রথম ম্য়াচে ছত্তিশগড়কে (Chhattisgarh) 2-0 হারাল তারা ৷ গোল করলেন সুব্রত মুর্মু (Subrata Murmu) এবং ফরদিন আলি মোল্লা (Fardin Ali Molla) ৷
কল্য়াণী স্টেডিয়ামে এদিন শুরু থেকেই প্রতিপক্ষের উপর জাঁকিয়ে বসে রঞ্জন ভট্টাচার্যের (Ranjan Bhattacharya) ছেলেরা ৷ প্রথমার্ধেই এদিন জোড়া গোলে এগিয়ে যায় বাংলা ৷ 16 মিনিটে প্রথম গোল করেন ইউনাইটেড স্পোর্টস জার্সিতে সদ্য় শেষ হওয়া কলকাতা লিগ মাতানো সুব্রত মুর্মু ৷ দ্বিতীয় গোলটি এটিকে মোহনবাগানের ফরদিন আলি মোল্লার ৷ 2021 কলকাতা লিগে ছোট দলগুলোর জার্সিতে দারুণ খেলা সুব্রত, রাহুল, সুকুরামের মত ফুটবলাররাই এবাপ সন্তোষে বাংলার সাফল্য়ের চাবিকাঠি ৷