পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Bengal in Santosh Trophy : রবিবার সন্তোষ ট্রফিতে নামছে বাংলা

কোচ রঞ্জন ভট্টাচার্য দল গঠনের প্রাথমিক ত্রুটি সারিয়ে চুড়ান্ত কুড়িজনকে বেছে নিয়েছেন। তিনিও ভাল কিছু করে দেখানোর ব্যাপারে আশাবাদী । প্রস্তুতিতে সন্তুষ্ট হলেও প্রথম ম্যাচ সবসময় কঠিন। তাই তিনি সাবধানী।

Santosh Trophy
রবিবার সন্তোষ ট্রফিতে নামছে বাংলা

By

Published : Nov 20, 2021, 11:04 PM IST

কল্যাণী, 20 নভেম্বর : বাংলা ফুটবল দলের শিবিরে এখন শুধুই 'ফিল গুড' হাওয়া। রবিবার কল‍্যাণী স্টেডিয়ামে দুর্বল দল ছত্তিশগড়ের বিরুদ্ধে এবারের সন্তোষ ট্রফি অভিযান শুরু করতে চলেছে বাংলা দল। তার আগে শিবিরের ফুটবলাররা ফুরফুরে মেজাজে । তার বড় কারণ, আইএফএর বর্তমান সচিব জয়দীপ মুখোপাধ্য়ায় সেই সুযোগ করে দিয়েছেন। তিনি সন্তোষ ট্রফির জন‍্য বাংলার ফুটবলারদের সবরকম সুযোগ-সুবিধা করে দিয়েছেন। সেকথা স্বীকার করছেন ময়দানের বিভিন্ন ক্লাব কর্তারাও।

সন্তোষে বাংলা ফুটবলারদের জন‍্য ঢালাও সুযোগ-সুবিধার ব‍্যবস্থা করেছেন সচিব জয়দীপ মুখোপাধ্য়ায়। প্রায় এক মাস ধরে বাংলার আবাশিক শিবির হয়েছে সন্তোষের আগে। শিবিরের শুরুতেই নির্বাচিত প্রত‍্যেক ফুটবলারকে কিট ব‍্যাগ তুলে দেওয়া হয়েছে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মাঠে এসে ফুটবলারদের কিট ব‍্যাগ তুলে দিয়েছেন। শুধু তাই নয় আইএফএ সচিবের চেষ্টায় আর্থিক সাহায‍্য নিয়ে বাংলা দলের পাশে দাঁড়িয়েছেন ইস্টবেঙ্গল ক্লাব, মহমেডান স্পোর্টিং ও দমকল মন্ত্রী সুজিত বসু। ইতিমধ‍্যে ইস্টবেঙ্গল দু'লক্ষ‍ টাকা দিয়েছেন। মহমেডান দিয়েছে ৫০ হাজার টাকা। আইএফএটর সহ সভাপতি পার্থ গঙ্গোপাধ্য়ায় আর্থিকভাবে সাহায্য করেছেন। আবার মন্ত্রী সুজিত বসু দিয়েছেন এক লক্ষ টাকা। আরও এক লক্ষ টাকা দেবেন বলে জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, নির্বাচিত প্রত‍্যেক ফুটবলারকে ১০ হাজার টাকা করে দিচ্ছেন সচিব নিজে। সেই সঙ্গে দল গঠনে বাংলার কোচকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন সচিব জয়দীপ।

আরও পড়ুন : Rahul Dravid visits Eden Gardens : তিলোত্তমায় পৌঁছেই ইডেনের বাইশ গজে 'দ্য ওয়াল'

এবারের সন্তোষ ট্রফিতে ভাল কিছু করার চেষ্টা করছেন আইএফএ সচিব। বলছেন, "আমাদের আর্থিক অবস্থা ভাল নয়, সেটা সবাই জানে। আমরা ক্ষমতার বাইরে গিয়ে যতটা পেরেছি বাংলার ফুটবলারদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবেছি। শুধু ফুটবলার নয়,বাংলা দলের সাপোর্ট স্টাফও যাতে কোনও সমস‍্যা না হয় তা আমরা দেখেছি। দল গঠনে কোনও হস্তক্ষেপ করা হয়নি। কোচকে আমরা পূর্ণ স্বাধীনতা দিয়েছি। সব রকম সাহায‍্য আমরা করেছি। এবার ফিরিয়ে দেওয়ার দেওয়ার পালা ফুটবলার,কোচের।" কোচ রঞ্জন ভট্টাচার্য দল গঠনের প্রাথমিক ত্রুটি সারিয়ে চুড়ান্ত কুড়িজনকে বেছে নিয়েছেন। তিনিও ভালো কিছু করে দেখানোর ব্যাপারে আশাবাদী । প্রস্তুতিতে সন্তুষ্ট হলেও প্রথম ম্যাচ সবসময় কঠিন। তাই তিনি সাবধানী। রবিবার কল‍্যাণী স্টেডিয়ামে দুপুর দুটোয় মুখোমুখি হবে বাংলা-ছত্তিশগড়।

ABOUT THE AUTHOR

...view details