কল্যাণী, 20 নভেম্বর : বাংলা ফুটবল দলের শিবিরে এখন শুধুই 'ফিল গুড' হাওয়া। রবিবার কল্যাণী স্টেডিয়ামে দুর্বল দল ছত্তিশগড়ের বিরুদ্ধে এবারের সন্তোষ ট্রফি অভিযান শুরু করতে চলেছে বাংলা দল। তার আগে শিবিরের ফুটবলাররা ফুরফুরে মেজাজে । তার বড় কারণ, আইএফএর বর্তমান সচিব জয়দীপ মুখোপাধ্য়ায় সেই সুযোগ করে দিয়েছেন। তিনি সন্তোষ ট্রফির জন্য বাংলার ফুটবলারদের সবরকম সুযোগ-সুবিধা করে দিয়েছেন। সেকথা স্বীকার করছেন ময়দানের বিভিন্ন ক্লাব কর্তারাও।
সন্তোষে বাংলা ফুটবলারদের জন্য ঢালাও সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছেন সচিব জয়দীপ মুখোপাধ্য়ায়। প্রায় এক মাস ধরে বাংলার আবাশিক শিবির হয়েছে সন্তোষের আগে। শিবিরের শুরুতেই নির্বাচিত প্রত্যেক ফুটবলারকে কিট ব্যাগ তুলে দেওয়া হয়েছে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মাঠে এসে ফুটবলারদের কিট ব্যাগ তুলে দিয়েছেন। শুধু তাই নয় আইএফএ সচিবের চেষ্টায় আর্থিক সাহায্য নিয়ে বাংলা দলের পাশে দাঁড়িয়েছেন ইস্টবেঙ্গল ক্লাব, মহমেডান স্পোর্টিং ও দমকল মন্ত্রী সুজিত বসু। ইতিমধ্যে ইস্টবেঙ্গল দু'লক্ষ টাকা দিয়েছেন। মহমেডান দিয়েছে ৫০ হাজার টাকা। আইএফএটর সহ সভাপতি পার্থ গঙ্গোপাধ্য়ায় আর্থিকভাবে সাহায্য করেছেন। আবার মন্ত্রী সুজিত বসু দিয়েছেন এক লক্ষ টাকা। আরও এক লক্ষ টাকা দেবেন বলে জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, নির্বাচিত প্রত্যেক ফুটবলারকে ১০ হাজার টাকা করে দিচ্ছেন সচিব নিজে। সেই সঙ্গে দল গঠনে বাংলার কোচকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন সচিব জয়দীপ।