পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

প্লেয়ার্স ফর হিউম্যানিটি, আমফান বিধ্বস্তদের পাশে বাংলার ফুটবলাররা - আমফান

কোরোনা ভাইরাসের পর আমফানের ধাক্কা ৷ বাংলার এই কঠিন সময়ে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার কথা বলছেন ভারতীয় দলের প্রাক্তন ডিফেন্ডার অর্ণব মন্ডল ৷

প্লেয়ার্স ফর হিউম্যানিটি
প্লেয়ার্স ফর হিউম্যানিটি

By

Published : May 31, 2020, 10:33 AM IST

কলকাতা, 31 মে: আমফান বিধ্বস্ত বাংলার মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন বাংলার ফুটবলাররা । প্লেয়ার্স ফর হিউম্যানিটির ব্যানারে সুব্রত পাল, মেহতাব হোসেন, অর্ণব মন্ডল, শুভাশিস রায়চৌধুরী, সন্দীপ নন্দী, অভ্র মন্ডল, প্রণয় হালদার, প্রীতম কোটাল, শৌভিক ঘোষ সহ মোট 38 জন ফুটবলার ঘুর্ণিঝড়ে বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছেন ।

সুব্রত পালের কথায়, "ফুটবলার হিসেবে ফ্যানদের কাছ থেকে প্রচুর ভালোবাসা ও সমর্থন পেয়েছি । এখন তাদের কিছু ফিরিয়ে দেওয়ার সময় । আমফানের ফলে বহু অঞ্চলের মানুষ দুর্দশার মধ্যে রয়েছে । তাদের পাশে দাঁড়ানোর এটাই সঠিক সময় ।" ভারতীয় দলের মিডফিল্ডার প্রণয় হালদার বলেছেন,"বহু মানুষের গৃহহারা হওয়ার খবর আমি শুনেছি । তাদের ফসল নষ্ট হয়ে গেছে । সারা বছরের উপার্জন শেষ হয়ে গেছে । তাই আমরা তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি ।" একই সঙ্গে তিনি যোগ করেন,"প্রথমবার ঝড়ে বাংলাকে এত ক্ষতিগ্রস্ত হতে দেখলাম । তাই সবাইকে বলেছি সাহায্য করতে ।" প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেনের কথায়, "সুন্দরবন, কাকদ্বীপ, মেদিনীপুর দারুণভাবে ক্ষতিগ্রস্ত । যে সমস্ত মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছেন তাদের বাড়ি তৈরির সরঞ্জাম দিতে চাই ।" কোরোনা ভাইরাসের পর আমফানের ধাক্কা ৷ বাংলার এই কঠিন সময়ে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার কথা বলছেন ভারতীয় দলের প্রাক্তন ডিফেন্ডার অর্ণব মন্ডল ৷

ইতিমধ্যেই কয়েকজন ফুটবলার সাইক্লোন বিধ্বস্ত এলাকায় যাওয়ার উদ্যোগ নিয়েছেন । দুর্গত মানুষদের হাতে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ করেছেন শিলটন পালের মতো ফুটবলারও ।

ABOUT THE AUTHOR

...view details