কলকাতা, 6 এপ্রিল : অশোক ভট্টাচার্যের সমর্থনে বার্তা বাইচুং ভুটিয়ার। ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক সোমবার শিলিগুড়ি থেকে প্রবীণ বাম প্রার্থীর সমর্থনে ভিডিয়ো বার্তা দিয়েছেন। চলতি নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার পক্ষে সওয়াল করেছেন তিনি। চলতি নির্বাচনে যাঁরা ভালো নেতা তাদের পক্ষে ভোট দেওয়ার কথাও বলেছেন পাহাড়ি বিছে।
নিজে একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন। শিলিগুড়িতে নির্বাচনে লড়াইয়ের অভিজ্ঞতা রয়েছে। সেই কথা জানিয়ে বাইচুং বলেছেন,"আমার মতে অশোক ভট্টাচার্য ভালো লোক। শিলিগুড়ির জন্য, উত্তরবঙ্গের জন্য অশোকদা একজন সৎ উৎসর্গিত প্রাণের মানুষ। যার দ্বারা উত্তরবঙ্গের উন্নতি সম্ভব।" পাশাপাশি তিনি আরও বলেছেন, "অশোক ভট্টাচার্যের মতো নেতা শুধু বাংলার নয় সারা ভারতের প্রয়োজন। বাংলা , ভারত এবং সিকিমের জন্য বর্তমান পরিস্থিতিতে ভালো নেতার প্রয়োজন। তাই আপনাদের ভোট ভালো মানুষের পক্ষে দিন। আমি আমার সমর্থন শুভেচ্ছা অশোকদাকে জানাচ্ছি ৷"