পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Euro 2020 : ঘরের মাঠে ভয়ঙ্কর রাশিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করতে চলেছে কালোঘোড়া বেলজিয়াম - ভয়ঙ্কর রাশিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করতে চলেছে কালোঘোড়া বেলজিয়াম

অন্যদিকে রাশিয়া এই ম্যাচে আন্ডারডগ হিসেবে শুরু করতে চলেছে ৷ তবে সেন্ট পিটার্সবাগে তারাও হারতে চাইবে না ৷ বিশেষ করে 2018 বিশ্বকাপে দেখা গিয়েছে, ঘরের মাঠে তাঁরা কতটা ভয়ঙ্কর ৷ তাই ঘরের মাঠে তাঁদের অবজ্ঞা করলে বিপদে পড়তে পারে বেলজিয়াম ৷

কালোঘোড়া বেলজিয়াম
কালোঘোড়া বেলজিয়াম

By

Published : Jun 12, 2021, 7:20 PM IST

সেন্ট পিটার্সবাগ(রাশিয়া), 12 জুন : বিশ্বকাপ 2018-র মতো এবার ইউরো 2020-তে কালো ঘোড়া বলা হচ্ছে বেলজিয়ামকে ৷ অন্যতম ফেভারিট হিসেবেই বাশিয়ার বিরুদ্ধে টুর্নামেন্ট শুরু করতে চলছে রেড ডেভিলসরা ৷ রাশিয়ার ক্রেসস্টোক্সি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দুই দল ৷

রবার্তো মার্টিনেজের দল বর্তমানে ফিফা ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে ৷ তাই তাঁদের কতটা কালো ঘোড়া বলা চলে তা নিয়ে সন্দেহ থাকতেই পারে ৷ তবে ট্রফি জেতার অন্যতম দাবিদার অবশ্যই বলা যেতে পারে ৷

অন্যদিকে রাশিয়া এই ম্যাচে আন্ডারডগ হিসেবে শুরু করতে চলেছে ৷ তবে সেন্ট পিটার্সবাগে তারাও হারতে চাইবে না ৷ বিশেষ করে 2018 বিশ্বকাপে দেখা গিয়েছে, ঘরের মাঠে তারা কতটা ভয়ঙ্কর ৷ তাই ঘরের মাঠে তাদের অবজ্ঞা করলে বিপদে পড়তে পারে বেলজিয়াম ৷

তবে এই ম্যাচে বেলজিয়াম মিডফিল্ডে দেখা যাবে না তারকা ফুটবলার কেভিন ডি ব্রুনেকে ৷ চ্যাম্পিয়ান্স লিগে চোট পাওয়ার পর সোমবার তিনি দলের সঙ্গে যোগ দেবেন ৷ তারপর তাঁর কয়েকটি মেডিক্যাল পরীক্ষা করা হবে ৷ তাই সম্ভাব্য একাদশ অনুযায়ী রেড ডেভিলসদের ভরসা করতেই হবে লুকাকু ও ইডেন হ্যাজার্ডের ফর্মের উপর ৷

এখনও পর্যন্ত মোট 7বার মুখোমুখি হয়েছে বেলজিয়াম ও রাশিয়া ৷ আধিপত্য দেখিয়েছে বেলজিয়াম ৷ 5টি ম্যাচে জয় তুলে নিয়েছে তারা ৷ অন্যদিকে এখনও বেলজিয়ামের বিরুদ্ধে একটিও ম্যাচে জিততে পারেনি রাশিয়া ৷ শেষ বার মুখোমুখিতে বেলজিয়াম 3-1 গোলে জেতে ৷

আরও পড়ুন :EURO 2020 : বেলের নেতৃত্বে ইউরোর মহারণে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে নামছে ওয়েলস

তাই বলাই যায়, দলে কেভিন ডি ব্রুনের মতো ফুটবলার না থাকা ও রাশিয়াতে খেলা হলেও বেলজিয়ামের জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করা উচিত ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details