পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

PSG-কে 1-0য় হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ী বায়ার্ন মিউনিখ - বায়ার্ন মিউনিখ

ম্যাচের ৫৯ মিনিটে বায়ার্নের হয়ে একমাত্র গোল করেন কিংসলে কোম্যান ।

Bayern Munich won chmpions league 2020
চ্যাম্পিয়নস লিগ জয়ী বায়ার্ন মিউনিখ

By

Published : Aug 24, 2020, 3:22 AM IST

লিসবন, 24 অগাস্ট : ষষ্ঠবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী হল বায়ার্ন মিউনিখ । ফাইনালে প্যারিস সাঁ জাঁ-কে 1-0'য় হারিয়ে জয় ছিনিয়ে নেয় রবার্ট লেওয়ানডস্কি-র দল । খেলার 59 মিনিটে বায়ার্নের হয়ে একমাত্র গোলটি করেন কিংসলে কোম্যান ।

লিসবনে 2020 সালের UEFA চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আসর বসে দর্শকশূন্য স্টেডিয়ামে । মুখোমুখি হন নেইমার ও লেওয়ানডস্কির ছেলেরা । একদিকে পাঁচবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ । আর অন্যদিকে ক্লাবের ইতিহাস প্রথমবার ফাইনালে ওঠা PSG । ফরাসি লিগ ওয়ান, ফরাসি ক্লাব কাপ এবং ফ্রেঞ্চ কাপ জয়ী PSG কড়া টক্কর দেয় বায়ার্নকে । চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ে 8 বার মুখোমুখি হয় PSG ও বায়ার্ন । এরমধ্যে পাঁচবার জিতেছে PSG । সেদিক থেকে দেখতে গেলে ফাইনালে মানসিকভাবে এগিয়ে ছিল নেইমারের দল । অন্যদিকে PSG-র কাছে হারলেও গ্রুপ পর্যায়ে থেকে ফাইনাল পর্যন্ত প্রত্যেক ম্যাচে জয়লাভ করেছিল বায়ার্ন । ফাইনালের প্রথম একাদশে তাদের চমক ছিল কোম্যানকে নিয়ে আসা । তাঁর উপর আস্থা রেখে দল যে ভুল করেনি, তা প্রমাণ করে দেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details