অল রায়ান (কাতার ) , 10 ফেব্রুয়ারি : ইতিহাসের সামনে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ । এক মরসুমে ষষ্ঠ শিরোপার সামনে বাভারিয়ানরা । 2009 সালে পেপ গোয়ার্দিওলার বার্সেলোনা প্রথম দল হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক 6 টি শিরোপা জিতেছিল ।
ঐতিহাসিক হেক্সার সামনে দাঁড়িয়ে প্রত্যয়ী টিম বায়ার্ন । সামনে সদ্য কনকাফাফ জয়ী মেক্সিকোর টাইগার ইউএএনএল । কাতারে নেমে সেমিফাইনালের আগে অনুশীলনেরও সুযাগ পায়নি হানসি ফ্লিকের ছেলেরা । তবে ফাইনালে ওঠার পথে অল আহলিকে হারাতে বেশি বেগ পেতে হয়নি বাভারিয়ানদের । সৌজন্যে লেওয়ানডস্কির জোড়া গোল ।
আরও পড়ুন : ‘‘এত উৎসব করো না, সতর্ক করেছিলাম’’, হিন্দি টুইটে ভারতকে খোঁচা পিটারসনের