পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Champions League: মেসি পরবর্তী সময়ে বায়ার্ন মিউনিখের কাছে হার বার্সার - Thomas Mueller

2021-22 চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা হার দিয়ে শুরু করল বার্সেলোনা ৷ বায়ার্ন মিউনিখের কাছে ঘরের মাঠে 0-3 গোলে হারল রোনাল্ড কোম্যানের দল ৷ মেসি পরবর্তী সময়ে যা বার্সার প্রথম হার ৷ এর আগে লা লিগায় 3 ম্যাচ খেলে 2টিতে জয় এবং একটি ম্যাচ ড্র করে কাতালান এই ক্লাব ৷

bayern-munich-beat-barcelona-3-0-for-1st-loss-of-post-messi-era
মেসি পরবর্তী সময়ে বায়ার্ন মিউনিখের কাছে হার বার্সার

By

Published : Sep 15, 2021, 3:31 PM IST

বার্সেলোনা, 15 সেপ্টেম্বর : লিওনেল মেসি ছাড়া বার্সেলোনার ক্লাবের হাল কতটা খাপার হতে পারে, চ্যাম্পিসয়ন্স লিগের প্রথম ম্য়াচে সেটাই বুঝিয়ে দিল বায়ার্ন মিউনিখ ৷ মেসি বার্সেলোনা ছাড়ার পর প্রথম ম্যাচ হারল বার্সেলোনা ৷ তাও আবার ঘরের মাঠে ন্যু ক্যাম্পে বায়ার্নের কাছে 0-3 গোলে হারতে হল কাতালানদের ৷ মঙ্গলবার ন্যু ক্যাম্পে ঘরের মাঠে বায়ার্নে মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বার্সেলোনা ৷ যে ম্যাচে 34 মিনিটে বায়ার্নের হয়ে প্রথম গোল করেন থমাস মুলার ৷ যা মুলারের ফুটবল কেরিয়ারে বার্সেলোনার বিরুদ্ধে সাত নম্বর গোল ছিল ৷

গতকালের ম্যাচে শুরু থেকেই বার্সেলোনার ফুটবলারদের নার্ভ হারিয়ে ফেলতে দেখা যায় ৷ মনে হচ্ছিল বায়ার্নের শক্তিশালী আক্রমণের কাছে গুটিয়ে ছিল তারা ৷ আর সেখানেই ম্যাচটি অধিকাংশ হেরে যায় কাতালোনিয়রা ৷ ম্যাচের 90 মিনিট জুড়ে ন্যু ক্যাম্পের মাঠে বুন্দেশলিগা পাওয়ার হাউসের কর্তৃত্ব দেখা গিয়েছে ৷ দ্বিতীয়ার্ধে লেওয়ানডস্কি 56 মিনিটে বায়ার্ন মিউনিখের হয়ে 2 নং গোলটি করেন ৷ এর পর ম্যাচের শেষ মুহূর্তে 85 মিনিটে তিন নম্বর গোল করেন লেওয়ানডস্কি ৷ অন্যদিকে, ম্যাচ নিয়ে থমাস মুলার জানান, তাঁরা শেষের দিকে ম্যাচের উপর নিজেদের নিয়ন্ত্রণ অনেকটাই আলগা করে দিয়েছিলেন ৷ তা সত্ত্বেও বার্সেলোনা ম্যাচে ফেরার কোনও চেষ্টাই করেনি ৷ চেষ্টা করলে বায়ার্ন আরও একটি বা দু’টি গোল করতে পারত বলে জানান জার্মান তারকা স্ট্রাইকার ৷

আরও পড়ুন : ISL Derby: তৈরি হয়েই ডার্বিতে নামতে চান লালহলুদ 'হেডস্যার'

এমনকি এই ম্যাচে ন্যু ক্যাম্পে বার্সেলোনার সঙ্গে 40 শতাংশ সমর্থকের সমর্থন ছিল ৷ করোনা অতিমারির পরবর্তী সময়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের কোনও ম্যাচে দর্শক প্রবেশ করতে দেখা গিয়েছে ন্যু ক্যাম্পে ৷ এর আগে লা লিগায় তিনটি ম্যাচ খেলেছে বার্সেলোনা ৷ যার মধ্যে তারা 2টি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ ড্র করেছেন ৷ ম্যাচে হার নিয়ে বার্সা কোচ রোনাল্ড কোম্যান বলেন, ‘‘আমরা আরও ভাল খেলতে পারতাম ৷ তবে, এটা যা হওয়ার তা হয়ে গেছে ৷’’

আরও পড়ুন : IPL New Team: আইপিএলের নতুন দুই দলের নিলাম অক্টোবরে

তিনি বলেন, ‘‘মাঠে আমাদের খেলোয়াড়দের উপস্থিতি নিয়ে অভিযোগ করব না ৷ আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি ৷ কিন্তু, সেখানে প্রতিভার ক্ষেত্রে তারতম্য ছিল ৷ সেই সঙ্গে দুই দলের মধ্য়েও বিস্তর ফারাক ছিল ৷ কারণ তাদের খেলোয়াড়রা অনেক বছর ধরে একসঙ্গে খেলে আসছেন ৷ আর আমাদের দলে অনেক নতুন তরুণ ফুটবলার এসেছেন ৷ এটা মেনে নেওয়া কঠিন ৷ কিন্তু, আমাদের কঠোর পরিশ্রম করে যেতে হবে ৷’’

আরও পড়ুন : IPL 2021: কোভিড যোদ্ধাদের সন্মান জানাতে নাইটদের বিরুদ্ধে ব্লু জার্সি পড়ে নামবেন বিরাটরা

ABOUT THE AUTHOR

...view details