বার্সেলোনা, 15 সেপ্টেম্বর : লিওনেল মেসি ছাড়া বার্সেলোনার ক্লাবের হাল কতটা খাপার হতে পারে, চ্যাম্পিসয়ন্স লিগের প্রথম ম্য়াচে সেটাই বুঝিয়ে দিল বায়ার্ন মিউনিখ ৷ মেসি বার্সেলোনা ছাড়ার পর প্রথম ম্যাচ হারল বার্সেলোনা ৷ তাও আবার ঘরের মাঠে ন্যু ক্যাম্পে বায়ার্নের কাছে 0-3 গোলে হারতে হল কাতালানদের ৷ মঙ্গলবার ন্যু ক্যাম্পে ঘরের মাঠে বায়ার্নে মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বার্সেলোনা ৷ যে ম্যাচে 34 মিনিটে বায়ার্নের হয়ে প্রথম গোল করেন থমাস মুলার ৷ যা মুলারের ফুটবল কেরিয়ারে বার্সেলোনার বিরুদ্ধে সাত নম্বর গোল ছিল ৷
গতকালের ম্যাচে শুরু থেকেই বার্সেলোনার ফুটবলারদের নার্ভ হারিয়ে ফেলতে দেখা যায় ৷ মনে হচ্ছিল বায়ার্নের শক্তিশালী আক্রমণের কাছে গুটিয়ে ছিল তারা ৷ আর সেখানেই ম্যাচটি অধিকাংশ হেরে যায় কাতালোনিয়রা ৷ ম্যাচের 90 মিনিট জুড়ে ন্যু ক্যাম্পের মাঠে বুন্দেশলিগা পাওয়ার হাউসের কর্তৃত্ব দেখা গিয়েছে ৷ দ্বিতীয়ার্ধে লেওয়ানডস্কি 56 মিনিটে বায়ার্ন মিউনিখের হয়ে 2 নং গোলটি করেন ৷ এর পর ম্যাচের শেষ মুহূর্তে 85 মিনিটে তিন নম্বর গোল করেন লেওয়ানডস্কি ৷ অন্যদিকে, ম্যাচ নিয়ে থমাস মুলার জানান, তাঁরা শেষের দিকে ম্যাচের উপর নিজেদের নিয়ন্ত্রণ অনেকটাই আলগা করে দিয়েছিলেন ৷ তা সত্ত্বেও বার্সেলোনা ম্যাচে ফেরার কোনও চেষ্টাই করেনি ৷ চেষ্টা করলে বায়ার্ন আরও একটি বা দু’টি গোল করতে পারত বলে জানান জার্মান তারকা স্ট্রাইকার ৷
আরও পড়ুন : ISL Derby: তৈরি হয়েই ডার্বিতে নামতে চান লালহলুদ 'হেডস্যার'