পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অল ব্লুদের গুঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে বাভারিয়ানরা - FOOTBALL

ম্যাচের আট মিনিটে নিজেদের বক্সের ভেতর রবার্ট লেওয়ানডোস্কি ফাউল করেন চেলসি গোলরক্ষক উইলি কাবায়েরো। পেনাল্টির নির্দেশ দেন রেফারি, কিন্তু দেখা যায় লাইন্সম্যান অফ সাইডের নির্দেশ দিয়েছেন । পরে VAR-এ সাহায্য নিয়ে দেখা যায় অনসাইডেই ছিলেন লেওয়ানডোস্কি । এরপর পেনাল্টি থেকে গোল করে 2019-20 চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষস্থানে নিজের অবস্থান আরও পোক্ত করেছেন রবার্ট ।

ROBERT
ROBERT

By

Published : Aug 9, 2020, 8:33 PM IST

মিউনিখ , 9 অগাস্ট : দুই লেগ মিলিয়ে ম্যাচের ফল কেমন হবে, চেলসির মাঠে প্রথম লেগের পরেই বোঝা গিয়েছিল । সে ম্যাচে বায়ার্ন জিতেছিল ৩-০ গোলে । নকআউট পর্বে প্রতিপক্ষের মাঠ থেকে ৩-০ তে জিতে পরের রাউন্ডে যেতে পারেনি কোনও দল, এমন ঘটনা কখনও ঘটেনি ।

ঘরের মাঠে চেলসির অবিশ্বাস্য প্রত্যাবর্তনের আশাকে ম্যাচের নব্বই মিনিটে গুঁড়িয়ে দিয়েছেন বায়ার্নের ফুটবলাররা । দ্বিতীয় লেগে ৪-১ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৭-১ গোলের ব্যবধানে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে বাভারিয়ানরা। সেখানে তাঁদের প্রতিপক্ষ লিওনেল মেসির বার্সেলোনা।

ম্যাচের আট মিনিটে নিজেদের বক্সের ভেতর রবার্ট লেওয়ানডোস্কি ফাউল করেন চেলসি গোলরক্ষক উইলি কাবায়েরো। পেনাল্টির নির্দেশ দেন রেফারি, কিন্তু দেখা যায় লাইন্সম্যান অফসাউডের নির্দেশ দিয়েছেন । পরে VAR-এ সাহায্য নিয়ে দেখা যায় অনসাইডেই ছিলেন লেওয়ানডোস্কি । এরপর পেনাল্টি থেকে গোল করে 2019-20 চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষস্থানে নিজের অবস্থান আরও পোক্ত করেছেন রবার্ট ।

ম্যাচের ২৪ মিনিটে দলের দ্বিতীয় গোলেও অবদান রয়েছে লেওয়ানডোস্কির । টমাস মুলারের কাছ থেকে বল নিয়ে ক্রোয়েশিয়ার উইঙ্গার ইভান পেরিসিচের কাছে বাড়িয়ে দেন তিনি, গোল করতে বেশি বেগ পেতে হয়নি তাঁর ।

২৯ মিনিটে বায়ার্নের জালে বল পাঠিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল চেলসি । পরে দেখা যায়, ইংলিশ উইঙ্গার ক্যালাম হাডসন-ওডোই যখন পাস বাড়াচ্ছিলেন তখন অফসাইডে দাঁড়িয়ে ছিলেন স্ট্রাইকার ট্যামি আব্রাহাম। ফলে বাতিল হয় গোল। পরে এই আব্রাহাম নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেন গোল করে। প্রথমার্ধের শেষ লগ্নে লেফট উইংব্যাক এমারসনের ক্রস থেকে গোল করেন অ্যাব্রাহাম।

ম্যাচের দ্বিতীয়ার্ধটা শুধুই লেওয়ানডোস্কির । একটা করে গোল করেছেন ও করিয়েছেন। ৭৬ মিনিটে ফরাসি মিডফিল্ডার কোরেন্তিন তোলিসোকে দিয়ে যেমন গোল করান, তেমনই ৮৩ মিনিটে স্প্যানিশ রাইটব্যাক আলভারো আদ্রিওজোলার ক্রস থেকে গোল করেন । ফলে দুই লেগ মিলিয়ে দলের সাত গোলের প্রত্যেকটাতেই অবদান রয়েছে তাঁর।

ABOUT THE AUTHOR

...view details