মিউনিখ , 9 অগাস্ট : দুই লেগ মিলিয়ে ম্যাচের ফল কেমন হবে, চেলসির মাঠে প্রথম লেগের পরেই বোঝা গিয়েছিল । সে ম্যাচে বায়ার্ন জিতেছিল ৩-০ গোলে । নকআউট পর্বে প্রতিপক্ষের মাঠ থেকে ৩-০ তে জিতে পরের রাউন্ডে যেতে পারেনি কোনও দল, এমন ঘটনা কখনও ঘটেনি ।
ঘরের মাঠে চেলসির অবিশ্বাস্য প্রত্যাবর্তনের আশাকে ম্যাচের নব্বই মিনিটে গুঁড়িয়ে দিয়েছেন বায়ার্নের ফুটবলাররা । দ্বিতীয় লেগে ৪-১ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৭-১ গোলের ব্যবধানে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে বাভারিয়ানরা। সেখানে তাঁদের প্রতিপক্ষ লিওনেল মেসির বার্সেলোনা।
ম্যাচের আট মিনিটে নিজেদের বক্সের ভেতর রবার্ট লেওয়ানডোস্কি ফাউল করেন চেলসি গোলরক্ষক উইলি কাবায়েরো। পেনাল্টির নির্দেশ দেন রেফারি, কিন্তু দেখা যায় লাইন্সম্যান অফসাউডের নির্দেশ দিয়েছেন । পরে VAR-এ সাহায্য নিয়ে দেখা যায় অনসাইডেই ছিলেন লেওয়ানডোস্কি । এরপর পেনাল্টি থেকে গোল করে 2019-20 চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষস্থানে নিজের অবস্থান আরও পোক্ত করেছেন রবার্ট ।