পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বার্সা ছাড়ার ইঙ্গিত মেসির, কী বলছেন বাংলার প্রাক্তনরা - barcelona

33 বছর বয়সে মেসি কি নতুন চ্যালেঞ্জ নেবেন । মেসি ভক্তরা দোটানায় । কারণ 10 নম্বর জার্সির যাদু দেখতেই তো মাঠে ভিড় করা, টিভির সামনে রাত জাগা । ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রিয়াল মাদ্রিদ ছেড়েছেন, মেসিও যদি অন্য লিগে পাড়ি দেন, তাহলে স্পেনের লা লিগার আকর্ষণ এক ঝটকায় তলানিতে পৌঁছবে ।

মেসির দলবদল
মেসির দলবদল

By

Published : Aug 26, 2020, 7:19 PM IST

Updated : Aug 26, 2020, 7:34 PM IST

কলকাতা, 26 অগাস্ট : বার্সেলোনার সঙ্গে 20 বছরের সম্পর্ক ছিন্ন করার ইচ্ছা প্রকাশ লিওনেল মেসির মুখে । ছয়টি ‘ব্যালন ডি অর’ জয়ী ফুটবলের যাদুকরের দলবদলের সিদ্ধান্তে চমক বিশ্বজুড়ে । এল এম টেন নতুন ক্লাবে খেলতে পারেন সে জল্পনা ছিলই । তাই বিশ্বের তাবড় তাবড় ধনী ক্লাবগুলি টাকার ঝুলি নিয়ে তৈরি হচ্ছিল । কিন্তু দলবদলে মেসি যাবেন কোন দিকে । তা নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে ।

33 বছর বয়সে মেসি কি নতুন চ্যালেঞ্জ নেবেন ? মেসি ভক্তরা দোটানায়। কারণ 10 নম্বর জার্সির যাদু দেখতেই তো মাঠে ভিড় করা, টিভির সামনে রাত জাগা । ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রিয়াল মাদ্রিদ ছেড়েছেন, মেসিও যদি অন্য লিগে পাড়ি দেন, তাহলে স্পেনের লা লিগার আকর্ষণ এক ঝটকায় তলানিতে পৌঁছবে ।

বাংলার প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন বলছেন, ‘‘কতটা যন্ত্রণা থাকলে একজন মানুষ এই সিদ্ধান্ত নেয় তা ফের প্রমাণিত হল । 20 বছর ধরে একটানা বার্সায় খেলেছে । ওই ক্লাবের জার্সিতে ছটা ‘ব্যালন ডি অর’ জিতেছে । বার্সেলোনা মানেই মেসি । ওর কারণেই বার্সেলোনার বিরাট সমর্থক । মেসির সঙ্গে সমর্থকরাও দলবদল করবে । বার্সেলোনা হারাবে তার ব্র্যান্ড ভ্যালু । যা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো চলে যাওয়ার পরে রিয়াল মাদ্রিদ হারিয়েছে ।’’

মেসি কি বার্সা ছাড়ছেন

প্রায় একই সঙ্গে তিনি যোগ করলেন, ‘‘যাই হোক না কেন মেসিকে রাখার জন্য বার্সেলোনার এখন অলআউট যাওয়া উচিত । আভ্যন্তরীণ সমস্যা এতদূর থেকে বলা সম্ভব নয় । মেসি মুখ খুললেই তা সামনে আসতে পারে । তবে এখানে ইগো বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে বলে মনে হচ্ছে । তাই বার্সার প্রেসিডেন্ট, কোচ সবারই মেসির সঙ্গে বসে মান অভিমানের পালা মিটিয়ে নেওয়া উচিত ।’’

আরও পড়ুন :- ক্লাব ছাড়তে চান, বার্সা-কে ফ্যাক্স মেসির

মোহনবাগানের ঘরের ছেলে সত্যজিৎ চট্টোপাধ্যায়েরও কথায় মেহেতাবের সুর । বলছেন, ‘‘ 10 বছর আগের মেসি আর বর্তমান সময়ের মেসি এক নয় । তা সত্ত্বেও ওকে নেওয়ার জন্য বিশ্বের সব ক্লাব ঝাঁপাচ্ছে । কারণ মেসি একটা বড় ব্র্যান্ডের নাম । এই অবস্থায় এখানে পেশাদারিত্ব ছাপিয়ে আবেগ বেশি কাজ করছে । আমার ফুটবল জীবনে মনোরঞ্জন ভট্টাচার্যকে ইস্টবেঙ্গল ছেড়ে একবারই মোহনবাগানে আসতে দেখেছি । সেখানে পেশাদারিত্ব নয় ইগো সমস্যা কাজ করেছিল । একজন ফুটবলার হিসেবে বলতে পারি এই ক্ষেত্রে আবেগ বেশি বড় হয়ে দাঁড়িয়েছে ।’’

মেহতাব হোসেন এবং সত্যজিৎ চট্টোপাধ্যায় দুজনেই বলছেন মেসি সর্বশ্রেষ্ঠ ফুটবলার । বিশ্বকাপ হাতে তুলতে পারলে সবাইকে ছাপিয়ে যেত ।‘‘ এতদিন খেলার পরে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত পরিস্থিতির উপর নির্ভর করে । আমি যখন ছাড়ার জায়গায় পৌঁছেছিলাম তখন পেশাদারিত্ব এবং আবেগের মধ্যে দ্বিতীয়টাকে বেছে নিয়েছিলাম । কারণ আমার মধ্যে আর দুই থেকে তিন বছর খেলা অবশিষ্ট ছিল । সেক্ষেত্রে মোহনবাগান ছেড়ে অন্য ক্লাবে যাওয়ার চেয়ে খেলা ছেড়ে দেওয়াই ছিল সঠিক সিদ্ধান্ত । মেসি 20 বছর পরে কেন ছাড়ছে তা জানতে হবে । ওরা আমাদের চেয়ে অনেক বেশি পেশাদার । এবার পেশাদারিত্বের বাইরে গিয়ে আবেগ গুরুত্ব পাবে কি না তার উত্তর ব্যক্তি মেসি ঠিক করবে," বলছেন বাগানের ঘরের ছেলে সত্যজিৎ ।

33 বছর বয়সে দলবদল যদি করে তাহলে তা মেসির মতো ফুটবলারের কাছে কতটা চ্যালেঞ্জের ? মেহতাব বলছেন, ‘‘বয়স 33 হলেও সক্ষমতার দিক থেকে মেসি এখনও 27 বা 28 এর । বার্সেলোনার একমাত্র ম্যাচ উইনার । কোচ কেন বায়ার্নের বিরুদ্ধে রাকেটিচকে খেলাননি তা কেউ বুঝতে পারেনি । তাই মেসির যোগ্যতা প্রশ্নাতীত । যে কোনও লিগের চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা ওর রয়েছে ৷’’ চ্যাম্পিয়ন্স লিগের ব্যর্থতার 11 দিনের মাথায় বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত । তবে মেসির গন্তব্য কোন পথে তা জানার জন্য অবশ্য অপেক্ষা করতেই হবে ।

Last Updated : Aug 26, 2020, 7:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details