পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Ronald Koeman: অ্যাটলেটিকোর বিরুদ্ধে কোম্যানের অগ্নিপরীক্ষা

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিরুদ্ধে হারের ক্ষত নিয়েই গ্রিজম্যানদের সামনে কাতালান ক্লাবটি ৷ ঘরোয়া লিগেও পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে বার্সা ৷ স্বাভাবিকভাবেই অ্যাটলেটিকোর বিরুদ্ধে জয় অক্সিজেন দিতে পারে কোম্যানকে ৷

Ronald Koeman
অ্যাটলেটিকোর বিরুদ্ধে কোম্যানের অগ্নিপরীক্ষা

By

Published : Oct 2, 2021, 5:14 PM IST

বার্সেলোনা, 2 অক্টোবর: মেসি পরবর্তী সময়টা মোটেই ভাল যাচ্ছে না বার্সেলোনার ৷ চ্যাম্পিয়নস লিগে জোড়া হারের পর কাতালোনিয়া ক্লাবে ফের কোচ বদলের হাওয়া ৷ লা লিগাতেও খুব একটা ভাল জায়গায় নেই দল ৷ ফলত চাকরি ইস্যুতে কার্যত ডেডলাইনের মুখে বার্সার কোচ রোনাল্ড কোম্যান ৷ শনিবার রাতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে জয় ব্যতীত অন্য কোনও ফলাফলে ডাচ কোচের বিদায় একপ্রকার নিশ্চিত ৷ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অন্তত তেমনটাই বলছে ৷

কাতালোনিয়া ক্লাবে তাঁর ভবিষ্যত নিয়ে অন্ধকারে কোম্যান নিজেও ৷ ছাঁটাই ইস্যু নিয়ে সরাসরি কিছু না বললেও সাম্প্রতিক সময়ে বার্সেলোনায় নিজেকে প্রমাণ করতে গিয়ে বিরক্ত তিনি ৷ ম্যাচের আগেরদিন সেকথা স্বীকার করে নিলেন ডাচ কোচ স্বয়ং ৷ কোম্যানের অভিযোগ, ‘‘কেউ তাঁকে পরিষ্কার করে কিছু বলছে না |’’

আরও পড়ুন:এফসি গোয়াকে হারিয়ে বাংলার সম্মান রক্ষা করতে চায় মহমেডান

ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার সঙ্গে তাঁর সম্পর্ক ইস্যুতেও মুখে কুলুপ এঁটেছেন কোম্যান ৷ সাংবাদিকদের প্রশ্নে মেম্ফিস ডিপাইদের কোচ বলেন, ‘‘আমি এখনও বার্সেলোনাতেই আছি ৷ তবে আমার চোখ-কান সব খোলা রয়েছে ৷’’ কোম্যান আরও বলেন, ‘‘আমি নিজেকে প্রমাণ করতে করতে ক্লান্ত ৷ একদিন নিশ্চয় সবকিছুর জবাব দেব আমি ৷’’

সবমিলিয়ে ঘটনার ঘনঘটার মাঝেই শনিবার রাতে ওয়ান্ডা মেট্রোপলিটানোয় অ্যাটলেটিকোর সামনে বার্সা ৷ বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিরুদ্ধে হারের ক্ষত নিয়েই গ্রিজম্যানদের সামনে কাতালান ক্লাবটি ৷ ঘরোয়া লিগেও পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে বার্সা ৷ তাই শনিবার রাতে অ্যাটলেটিকোর বিরুদ্ধে জয় লা লিগায় বার্সার অবস্থান উন্নত তো করবেই, পাশাপাশি অক্সিজেন দেবে কোম্যানকেও ৷

ABOUT THE AUTHOR

...view details