বার্সেলোনা, 1 জুলাই : বয়স মাত্র 13 বছর ৷ সেই ছোট-অপেক্ষাকৃত নরম পায়ে প্রথম যে বলে শট খেলেছিলেন, 21 বছর ধরে চলা সেই পথ কি শেষের মুখে !
বিশ্ব ফুটবলের 'আধুনিক রাজপুত্র' লিওনেল মেসি এই প্রথম বার মেয়াদ শেষের আগে বার্সেলোনার সঙ্গে চুক্তিতে সই করলেন না ৷
কিন্তু কেন ? উত্তর নেই ৷ তাহলে কি বার্সার সঙ্গে ছাড়ছেন এলএম10 ? উত্তর নেই ৷ বার্সা চাইছে না ? উত্তর নেই ৷ নতুন কোনও ক্লাবের সঙ্গে চুক্তি করেছেন মেসি? উত্তর নেই ৷
তথ্য কেবল একটাই ৷ বার্সেলোনার সঙ্গে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির চুক্তি শেষ হল আজ, বৃহস্পতিবার ৷
অর্থাৎ, আজ থেকে তিনি আর বার্সেলোনার ফুটবলার নন ৷ দীর্ঘ 7 হাজার 504 দিন পর 'ফ্রি' ফুটবলার হলেন লিও মেসি ৷ যদিও তাঁর সঙ্গে ফের চুক্তি করতে পারে বার্সেলোনা ৷
শুরুর সালটা ছিল 2000 ৷ যুব ফুটবলার হিসেবে ফুটবলে পা দিয়েছিলেন ৷ আস্তে আস্তে ছোট্ট তরুণ আজকের এলএম10 হয়েছেন ৷ সবটাই হয়েছে বার্সার সঙ্গে ৷ বার্সার হয়ে ৷ কখনও কখনও অভিযোগ উঠেছে মেসি যতটা বার্সেলোনার ততটা নাকি আর্জেন্টিনার নন ৷ শত বিতর্কেও মেসি আর বার্সার মধ্যে ছেদ পড়েনি ৷ উত্তর-উত্তর সম্পর্ক মজবুত হয়েছে ৷
কিন্তু, এই প্রথম বার লিওর চুক্তি শেষ হওয়ার আগে নতুন চুক্তি করল না বার্সেলোনা ৷ জুনের 30 তারিখ পর্যন্ত চুক্তি ছিল ৷ তবে এখনও পর্যন্ত অন্য কোনও ক্লাবের সঙ্গে চুক্তিও করেননি মেসি ৷ কানাঘুষো শোনা গিয়েছে, বার্সেলোনার সঙ্গে ফের চুক্তি করতে নাকি এখন দশ বার ভাবছেন এলএম10 ৷
যদিও বার্সা সভাপতি জন লোপার্তা মেসিকে রাজি করিয়ে ক্লাবের সঙ্গে নতুন চুক্তিতে সই কারনোর মরিয়া চেষ্টা করছেন ৷ এখনও পর্যন্ত তাঁর সমস্ত প্রচেষ্টাই বৃথা গিয়েছে ৷ ন্যু-ক্যাম্পের সাপোর্ট স্টাফ থেকে মেসির সতীর্থ, সকলের ধারনা ফের নতুন চুক্তিতে সই করবেন 6 বারের ব্যালন ডি-অর জয়ী ৷
ক্লাবের অর্থনৈতিক সমস্যা থাকার জন্য 30 জুনের আগে মেসির নতুন চুক্তি করা যায়নি বলেও জানা যাচ্ছে ৷ ক্লাবের সভাপতি লোপার্তা ও মেসির বাবা তথা মেসির ব্যক্তিগত এজেন্ট জর্জে মেসির সম্পর্ক খুব ভাল ৷ তাই আশা করা যায় কোপা আমেরিকা খেলেই ফের বার্সার নতুন চুক্তিতে সই করবেন লিওনেল ৷
আরও পড়ুন : খেলরত্নের জন্য মিতালি ও অশ্বিনের নাম পাঠাবে বিসিসিআই
সমর্থকদের নিরাশ হতে নিষেধ করেছেন লোপার্তা ৷ শান্ত থাকার পরামর্শ দিয়েছেন ৷ তবে মেসি কী করবেন, তা নিয়ে নানা মুনির নানা মত ৷ কোপা আমেরিকার সাংবাদিক বৈঠকে তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে, কোনও উত্তর দিতে চাননি ৷ পরিবর্তে মেসি বলছেন, তাঁর সমস্ত ফোকাস এখন আর্জেন্টিনাকে কোপা আমেরিকা খেতাব জেতানো ৷