বার্লিন, 17 এপ্রিল : বার্সেলোনাতেই থাকছেন লিওনেল মেসি ৷ আর এ নিয়ে নিশ্চিত বার্সেলোনার ফুটবল ক্লাবের প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা ৷ মেসি বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি সই করবেন বলে জানিয়েছে তিনি ৷ এই মরসুমের শেষে মেসির সঙ্গে ন্যু-ক্যাম্পের চুক্তি শেষ হয়ে যাওয়ার কথা ৷ তার আগে মেসিকে বার্সায় রেখে দেওয়ার চেষ্টায় সফল হলেন লাপোর্তা ৷
প্রসঙ্গত, বার্সেলোনার সঙ্গে মেসির বর্তমান চুক্তি শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিল পিএসজ়ি এবং ম্যানচেস্টার সিটির মতো ক্লাবগুলি ৷ এমনকি মেসির এজেন্টের সঙ্গে এ নিয়ে কথাও বলতে শুরু করে দিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগ এবং ফ্রান্সের লিগ ওয়ানের সেরা দুই ক্লাব ৷ তবে, লাপোর্তা মেসিকে হাতছাড়া করতে নারাজ ছিলেন ৷ সেই কারণে বহুদিন ধরেই তিনি মেসিকে নতুন করে চুক্তিপত্রে সই করাতে তৎপর ছিলেন ৷