মাদ্রিদ, ৩ মার্চ : তিন দিন আগেই কোপা ডেল রে'র সেমিফাইনালে ঘরের মাঠে বার্সেলোনার কাছে হেরেছিল রিয়াল মাদ্রিদ। আর সেই রেশ কাটতে না কাটতেই লা লিগায় আবারও আরেকটি এল ক্লাসিকো। এই ম্যাচটিতেও হেরে গেল রিয়াল মাদ্রিদ। গতরাতে নিজেদের দুর্গ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ হারল ০-১ গোলের ব্যবধানে। বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি করেন ইভান রাকিটিচ।
চার দিনে দ্বিতীয় এল ক্লাসিকো হার রিয়াল মাদ্রিদের
তিন দিন আগেই কোপা ডেল রে'র সেমিফাইনালে ঘরের মাঠে বার্সেলোনার কাছে হেরেছিল রিয়াল মাদ্রিদ। আর সেই রেশ কাটতে না কাটতেই লা লিগায় আবারও আরেকটি এল ক্লাসিকো। এই ম্যাচটিতেও হেরে গেল রিয়াল মাদ্রিদ। গতরাতে নিজেদের দুর্গ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ হারল ০-১ গোলের ব্যবধানে। বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি করেন ইভান রাকিটিচ।
শুরুর কিছু সময় বার্সেলোনার রক্ষণকে চাপে রেখেছিল রিয়াল। কিন্তু, ম্যাচের প্রথমার্ধেই গোল পায় বার্সেলোনা। ১৫তম মিনিটে বার্সেলোনার হয়ে গোলমুখে প্রথম শট নেন সুয়ারেজ়। যদিও বল জালে জড়াতে পারেননি তিনি। এর পরে ২৬তম মিনিটে সার্জিও রবার্তোর পাস থেকে একটি শটে গোল করেন রাকিটিচ। তবে প্রথম গোলের পর বল জালে জড়াতে পারেনি কোনো দলই।
এদিকে প্রথমার্ধে রামোস আর মেসির কথা কাটাকাটিতে মাঠে কিছুটা উত্তেজনা ছড়ায়। অবশ্য দ্বিতীয়ার্ধে খেলা মন্থর গতিতে চলে। খেলার শেষদিকে আক্রমণ পালটা আক্রমণেও গোলের মুখ খুলতে পারেনি কোনও দল। এই জয়ের ফলে শীর্ষস্থান আরও মজবুত করে নিল গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে দুই নম্বরে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্টের ব্যবধান ১০। তালিকার তিন নম্বরে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহে ৪৮ পয়েন্ট।