তুরিন, 29 অক্টোবর : রোনাল্ডোবিহীন জুভেন্তাসকে 2-0 গোলে হারাল বার্সেলোনা ৷ বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ম্য়াচে মুখোমুখি হয়েছিল দুই দল ৷ দেম্বেলে 14 মিনিটে বার্সার হয়ে ওপেনিং গোলটি করেন ৷ ম্য়াচের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন লিওনেল মেসি ৷
রোনাল্ডোবিহীন জ়ুভেন্তাসকে 2-0 গোলে হারাল বার্সেলোনা - চ্য়াম্পিয়ন্স লিগ
কোরোনা সংক্রমিত হওয়ায় এই মুহূর্তে মাঠের বাইরে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ ফলে চ্য়াম্পিয়ন্স লিগে এখনও নামতে পারেননি রোনাল্ডো ৷
কোরোনা সংক্রমিত হওয়ায় এই মুহূর্তে মাঠের বাইরে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ ফলে চ্য়াম্পিয়ন্স লিগে এখনও নামতে পারেননি তিনি ৷ প্রথম হাফে বার্সেলোনা গোল করলেও ম্য়াচে ভালো লড়াই দিয়েছিল জ়ুভেন্তাস ৷ তবে দ্বিতীয় হাফে জ়ুভেন্তাসের সেই তেজ আর দেখা যায়নি ৷ 2-0 গোলে হারের পর গ্রুপ টেবিলে জ়ুভেন্তাস এই মুহূর্তে দু’নম্বরে রয়েছে ৷ 6 পয়েন্ট নিয়ে প্রথমে রয়েছে বার্সেলোনা ৷ অন্য়দিকে কবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মাঠে ফিরবেন সেই প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি ৷ কারণ তাঁর নেগেটিভ রিপোর্ট এখনও আসেনি ৷
13 অক্টোবর জাতীয় দলের হয়ে খেলার সময় কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ৷