পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

গ্রিজ়ম্যানের জোড়া গোলে বেতিস বধ বার্সেলোনার - barcelona 5 - real Betis 2

ঘরের মাঠে 1 গোলে পিছিয়ে পড়েও রিয়াল বেতিসের বিরুদ্ধে 5-2 গোলের দুরন্ত জয় ছিনিয়ে নিল আর্নোস্তো ভালভার্দের ছেলেরা ৷ জোড়া গোল করে ম্যাচের নায়ক আঁতোয়েঁ গ্রিজ়ম্যান ৷

লা লিগা

By

Published : Aug 26, 2019, 4:31 AM IST

Updated : Aug 26, 2019, 8:04 AM IST

বার্সেলোনা, 26 অগাস্ট : লা লিগায় জয়ে ফিরল কাতালানরা ৷ ঘরের মাঠে 1 গোলে পিছিয়ে পড়েও রিয়াল বেতিসের বিরুদ্ধে 5-2 গোলের দুরন্ত জয় ছিনিয়ে নিল আর্নোস্তো ভালভার্দের ছেলেরা ৷ জোড়া গোল করে ম্যাচের নায়ক আঁতোয়েঁ গ্রিজ়ম্যান ৷ অন্য তিনটি গোল কারলেন পেরেজ়, জর্ডি আলবা ও আর্তুরো ভিদাল ৷ বেতিসের হয়ে গোল দুটি করেছেন নাবিল ফেকির ও লরেনজ়ো গার্সিয়া ৷ গ্যালারীতে বসেই দলের বড় জয় দেখলেন মেসি-সুয়ারেজ ৷

ক্যাম্প ন্যুতে মরশুমের প্রথম ম্যাচ খেলতে নামার আগে বেশ চাপে ছিলেন কাতালান কোচ ৷ লিগের প্রথম ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে অপ্রত্যাশিত হার বার্সার মনোবল অনেকটাই ভেঙে দিয়েছিল ৷ তার উপর দলে নেই ত্রাতা মেসি, নেই সুয়ারেজ়ও ৷ সমর্থকরাও মাঠে আতঙ্কে ছিলেন ৷ সেই আতঙ্ক বাড়ল 15 মিনিটে ৷ লরেন মরোনের ডিফেন্স চেরা পাস ধরে বাঁ পায়ে শটে বুদ্ধিদীপ্ত গোল করেন নাবিল ফেকির ৷ 1-0 গোলে এগিয়ে যায় বেতিস ৷

আক্রমণে ঝড় তুললেও গোলের দরজা খোলা যাচ্ছিলনা ৷ অবশেষে 41 মিনিটে ডেডলক ভাঙলেন গ্রিয়েজম্যান ৷ রোজ়ি ব্লাঙ্কোসদের ঘর ভাঙতে তাঁকে বার্সেলোনায় নেওয়ার সার্থকতা বোঝালেন লিগের দ্বিতীয় ম্যাচে ৷ সার্জি রবার্তোর পাসে বাঁ পায়ে ভলি করেন গ্রিজ়ম্যান , বেতিস গোলরক্ষক দানি মার্টিনের হাত ছুঁয়ে বল চলে যায় জালে ৷

দ্বিতীয়ার্ধে অন্য বার্সা ৷ খানিকটা তার চেনা ছন্দে ৷ দেখে বোঝার উপায় নেই সেরা জুটিকে মাঠের বাইরে রেখে খেলছে কাতালানরা ৷ 51 মিনিটে ফের গোল ফ্রেঞ্চ ফরোয়ার্ড গ্রিজ়ম্যানের ৷ বক্সের ডান প্রান্ত থেকে গোল পোস্টের বাঁ প্রান্ত দিয় বল জালে জড়ান ফ্রেঞ্চ ফরোয়ার্ড ৷ 5 মিনিট পর কারলেস পেরেজ়ের গোল ৷ তাঁর মাটি ছোঁয়া শট আটকানোর কোনও উপায় ছিলনা বেতিস গোল রক্ষকের কাছে ৷

3-1 এ এগিয়ে যাওয়ার পর ম্যাচের রাশ নিজেদের হাতেই নিয়ে নেয় কাতালানরা ৷ 60 মিনিটে গোল করে বার্সার ব্যবধান বাড়ান জর্ডি আলবা ৷ বক্সের বাঁ দিক থেকে আলতো শটে গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে ঠেলে দেন এই স্পেনীয় ৷ বার্সা এগিয়ে যায় 4-1 এ ৷ এর পর কিছুক্ষণ বল নিজেদের দখলে রেখে ম্যাচের গতি কমিয়ে দেয় বার্সার ফুটবলাররা ৷

77 মিনিটে বার্সার হয়ে পঞ্চম গোলটি করেন আর্তুরো ভিদাল ৷ বক্সের বাঁদিক থেকে পেরেজ়ের পাস ডান দিকে থাকা ভিদালের দিকে ঠেলে দেন গ্রিজ়ম্যান ৷ সেই পাস না ধরেই জালে ঠেলে দেন ভিদাল ৷ চকিতে হওয়া এই আক্রমণে বেতিস ডিফেন্স দাঁড়িয়ে যায় ৷ 5-1 এ এগিয়ে যায় কাতালানরা ৷

80 মিনিটে বেতিসের হয়ে ব্যবধান কমান লরেন ৷ বক্সের বাইরে থেকে আটমকাই দুর পাল্লার শট নেন লরেন ৷ মুহুর্তে বল জড়িয়ে যায় জালে ৷ ব্যবধান কমলেও ম্যাচ ততক্ষণে হাত থেকে বেরিয়ে গেছে ৷ দুই ম্যাচে 3 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 9 নম্বরে উঠে এল বার্সেলোনা ৷ কাতালানদের পরের ম্যাচ 31 অগাস্ট , প্রতিপক্ষ ওসাসুনা ৷ এদিকে 2 ম্যাচ হারায় রিয়াল বেতিস নেমে গেল লিগ টেবিলের একদম শেষে ৷

Last Updated : Aug 26, 2019, 8:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details