মাদ্রিদ, 6 অগস্ট : আধোঘুমে মোবাইলের নোটিফিকেশন দেখে মনে হয়েছিল, ধুর আবার শুরু নাটক ! পরক্ষণেই মনে হল ডাল মে কুছ কালা হ্যায় ৷ ধড়ফড়িয়ে উঠে ইন্টারনেট ঘাটতেই দেখা গেল বিশ্বের তাবড় তাবড় সংবাদমাধ্যগুলির পেজগুলি ব্রেকিং নিউজ, বার্সা ছাড়লেন মেসি ৷ চোখ কচলেও বিশ্বাস হচ্ছিল না ৷ হ্যাঁ, এটাই সত্যি ৷ 21 বছরের সম্পর্ক ছিন্ন করে বার্সেলোনাকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি ৷ এই গ্রহের অন্যতম সেরা ফুটবলারটিকে তারা ধরে রাখতে পারেননি সেকথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে ক্লাব কর্তৃপক্ষের তরফে ৷
দুই দশকের সম্পর্ক, সেদিনের বালক লিওনেল মেসি আজ G.O.A.T-এ পরিণত হয়েছেন ৷ সবটাই এই স্প্যানিশ ক্লাবকে ঘিরে ৷ ক্লাবের হয়ে কত ট্রফি, শত শত রেকর্ড ৷ সবই চলে যাবে স্মৃতির পাতায় ৷ কারণ আর কোনওদিন বার্সার ডোরাকাটা নীল, লাল জার্সি পরে মাঠে নামবেন না লিও মেসি ৷ সমর্থকরা বিশ্বাসই করতে পারছেন না ৷ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং মেসি ৷ ন্যু ক্যাম্পের দরজার সামনে কান্নায় ভেঙে পড়েছেন সমর্থকরা ৷ হাতে মেসির 10 নম্বর জার্সি ৷
কিন্তু কী এমন হল যাতে বার্সার সঙ্গে 21 বছরের সম্পর্ক শেষ করলেন মেসি ? কারণ কয়েকদিন আগেও শোনা গিয়েছিল বার্সেলোনার সঙ্গে পাঁচবছরের চুক্তি নবীকরণ করতে অর্ধেক বেতন কমিয়ে দিয়েছেন লিও ৷ কিন্তু বার্সেলোনা ক্লাবের আর্থিক পরিস্থিতির কারণে চুক্তি সম্ভব হচ্ছিল না ৷ সেই আর্থিক এবং পরিকাঠামোগত সমস্যাতেই মেসির সঙ্গে ক্লাবের সম্পর্ক ছিন্ন হল ৷ অর্ধেক বেতনেও প্রিয় ক্লাবে থেকে যেতে চেয়েছিলেন মেসি ৷ কিন্তু বার্সেলোনার পক্ষে সেটাও সম্ভব হয়নি ৷ বার্সার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ক্লাব ছাড়ছেন মেসি ৷ তাঁকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করা হয়েছে ৷
আরও পড়ুন : Messi Biri : রোনাল্ডোর পর মেসি ! লড়াই এবার ধূমপায়ীদের মধ্যে
বেশ কিছু সময় ধরে মেসি ও বার্সেলোনার মধ্যে জটিলতা চলছিল ৷ একাধিকবার মেসির ক্লাব ছাড়ার খবর শিরোনামে এসেছে ৷ কিন্তু সমর্থকদের আশ্বস্ত করে বার্সাতেই থেকে গিয়েছেন ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারটি ৷ কিছুদিন আগে সমর্থকদের উদ্বেগ বাড়িয়ে ফের শুরু হয়েছিল মেসির ক্লাব ছাড়ার গুঞ্জন ৷ শেষমেশ অনুরাগীদের আশঙ্কাই সত্যিই হল ৷ বার্সেলোনার অফিশিয়াল টুইটার পেজে 'থ্যাঙ্ক ইউ লিও' ক্যাপশন দিয়ে একটি ভিডিয়ো আপলোড করা হয়েছে ৷ টুকরো টুকরো বিভিন্ন মুহূর্ত একসঙ্গে জুড়ে তৈরি সেই ভিডিয়ো ৷ দেখে অনুরাগীদের হৃদয় ভেঙে খান খান হয়েছে ৷ মেসি নিজেও কি তা দেখেননি ?