বার্সোলোনা, 10 নভেম্বর : মেসির হ্যাটট্রিকে লা লিগার শীর্ষে বার্সেলোনা ৷ ঘরের মাঠে সেল্টা ভিগোকে 4-1 গোলে উড়িয়ে দিল কাতালানরা৷ প্রথমার্ধে লড়লেও দ্বিতীয়ার্ধে ম্যাচ থেকে হারিয়ে যায় সেল্টা৷ সুয়ারেজকে বেঞ্চে রেখেই একাদশ সাজিয়েছিলেন আর্নেস্তো ভালভার্দে ৷ সেই অভাব ঢেকে দিলেন FIFA বর্ষসেরা ফুটবলার তথা কাতালান অধিনায়ক মেসি৷
মেসির হ্যাটট্রিকে লা লিগা শীর্ষে বার্সেলোনা
ঘরের মাঠে সেল্টা ভিগোকে 4-1 গোলে উড়িয়ে দিল কাতালানরা৷ প্রথমার্ধে লড়লেও দ্বিতীয়ার্ধে ম্যাচ থেকে হারিয়ে যায় সেল্টা৷ সুয়ারেজকে বেঞ্চে রেখেই একাদশ সাজিয়েছিলেন আর্নেস্তো ভালভার্দে ৷ সেই অভাব ঢেকে দিলেন FIFA বর্ষসেরা ফুটবলার তথা কাতালান অধিনায়ক মেসি৷
23 মিনিটে পেনাল্টি থেকে সেল্টার ডেড লক ভাঙেন বার্সা অধিনায়ক ৷ এর পর 5-3-2 ছকে নামা সেল্টা নিজেদের অর্ধে লোক বাড়িয়ে ডিফেন্স জমাট করে ফেলে ৷ পাল্টা আক্রমনে 42 মিনিটে সেল্টাকে সমতায় ফেরান লুকাস ওলাজ়া ৷ প্রথমার্ধের শেষ কাতালানদের ফের এগিয়ে দেন মেসি৷ 2-1 গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে কাতালানরা ৷
দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের মেসি ম্যাজিক ৷ 48 মিনিটে দুরন্ত গোল করে বার্সার ব্যবধান 3-1 করেন মেসি৷ এরপর ব্যবধান বাড়ানোর জন্য আক্রমনের ঝড় তোলে ভালভার্দের ছেলেরা ৷ 85 মিনিটে সার্জিও বুসকেতসের গোলে 4-1 জয় নিশ্চিত হয় কাতালানদের ৷ 12 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে লিগ শীর্ষে উঠল বার্সেলোনা ৷