লিভারপুল, 7 অগাস্ট : কামব্যাকের নয়া নজির । অতিরিক্ত সময়ের গোলাপ ঝড়ে লণ্ডভণ্ড অ্যানফিল্ড । ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে জায়গা পাকা করে নিল অ্যাlথলেটিকো মাদ্রিদ । প্রথম লেগে 1-0 গোলে জেতার পর দ্বিতীয় লেগে 3-2 গোলে অলরেডদের টেক্কা দিল রোজ়ি ব্লাঙ্কোসরা । দুই লেগ মিলিয়ে 4-2 গোলে জিতল দিয়েগো সিমিয়োনের ছেলেরা ।
মহম্মদ সলাহ, রবার্তো ফারমিনহো ও সাদিও মানেকে সামনে রেখে ঘরের মাঠে অ্যাথলেটিকোর বিরুদ্ধে আক্রমণাত্মক ছকে দল নামিয়েছিলেন য়ুর্গেন ক্লপ । ম্যাচের প্রথমার্ধের রাশ নিজেদের দখলেই রেখেছিল 4-3-3 ফর্মেশনে নামা লিভারপুল । প্রথমার্ধে লিভারপুলের ফ্রন্ট ট্রায়োর আক্রমণ সামলাতে ব্যস্ত ছিল দিয়েগো সিমিয়োনের ছেলেরা ।
43 মিনিটে জর্জিনিয়ো উইনাল্ডামের গোলে সমতায় ফেরে লিভারপুল । ম্যাচের দ্বিতীয়ার্ধেও বেশ দিশেহারা দেখিয়েছে রোজ়ি ব্লাঙ্কোসদের । জয়ের খোঁজে বার বার তাদের বক্সে হানা দিয়েছেন সালাহ , ফারমিনহো, মানেরা । ওব্লাকের বিশ্বস্ত হাত ত্রাতা না হলে বড় লজ্জার মুখে পড়তে হতে অ্যাথলেটিকো শিবিরকে ।
ম্যাচের নির্ধারিত সময়ে আর গোল হয়নি । প্রথম লেগে ঘরের মাঠে অ্যাথলেটিকো 1-0 গোলে জিতেছিল । দ্বিতীয় লেগের নির্ধারিত সময়ে ঘরের মাঠে লিভারপুল এক গোলের বেশি করতে পারেনি । ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে ।