পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

করোনায় মাকে হারালেন সবুজ মেরুনের গোলরক্ষক অরিন্দম - Arindam Bhattacharya Mother died due to covid 19

গতবছর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অরিন্দমের বাবা । একবছরের মধ্যে মাকেও হারালেন তিনি ।

করোনায় মাকে হারালেন সবুজ মেরুনের গোলরক্ষক অরিন্দমকরোনায় মাকে হারালেন সবুজ মেরুনের গোলরক্ষক অরিন্দম
করোনায় মাকে হারালেন সবুজ মেরুনের গোলরক্ষক অরিন্দম

By

Published : May 10, 2021, 3:36 PM IST

কলকাতা, 10 মে : করোনায় মৃত্যু এটিকে মোহনবাগানের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের মায়ের ৷ অন্তরা ভট্টাচার্যের বয়স হয়েছিল 62 বছর ৷ দু'সপ্তাহের লড়াইয়ের পর আজ সকালে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হল তাঁর ৷

কিছুদিন আগেই সোশাল মিডিয়ায় মায়ের করোনা আক্রান্ত হওয়ার খবর জানান অরিন্দম ভট্টাচার্য । মায়ের স্বাস্থ্যের কথা চিন্তা করে এএফসি কাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেন সবুজ মেরুন গোল রক্ষক । কিন্তু শত চেষ্টা করেও মাকে বাঁচাতে পারলেন না ৷ রবিবারই অন্তরা ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে দেওয়া হয় । আজ সকাল 6:15 নাগাদ বেসরকারি হাসপাতালের তরফে জানান হয় তাঁর মৃত্যুর খবর ।

করোনায় মাকে হারালেন সবুজ মেরুনের গোলরক্ষক অরিন্দম

আরও পড়ুন : কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু পীযূষ চাওলার বাবার

অরিন্দমের মায়ের প্রয়াণের খবর পেয়ে সমবেদনা জানান এটিকে মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস । অরিন্দমকে ফোন করে কথা বলেন তিনি । গতবছর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অরিন্দমের বাবা । একবছরের মধ্যে মাকেও হারালেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details