কলকাতা, 25 মে : গত বছর বাবাকে হারিয়েছেন ৷ এ বছর মা চলে গেলেন এটিকে মোহনবাগানের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের ৷ প্রাথমিক ধাক্কা সামলে এবার করোনা যুদ্ধে নেমে পড়লেন অরিন্দম ৷ শুরুটা করলেন নিজের পাড়া থেকে ৷ বন্ধুদের সাহায্যে করোনা আক্রান্তদের জন্য পাড়ার ক্লাবের দুর্গা দালানে গড়ে ফেললেন সেফ হোম ৷
দু'সপ্তাহের লড়াইয়ের পর 10 মে প্রয়াত হন অরিন্দম ভট্টাচার্যের মা অন্তরা ভট্টাচার্য ৷ সোশ্যাল মিডিয়ায় মায়ের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন অরিন্দম । মায়ের স্বাস্থ্যের কথা চিন্তা করে এএফসি কাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি । কিন্তু শত চেষ্টা করেও মাকে বাঁচাতে পারেননি ৷ এরপর 15টা দিন কেটে গিয়েছে ৷ মাকে হারিয়ে দিশেহারা অরিন্দম কঠিন সময়টার উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "কোভিডের অতিমারিতে নিজের মাকে হারানোর শোক কিভাবে ব্যক্ত করব জানি না । শেষ পনেরোটা দিন আমার কাছে পনেরো বছরের সমান । কতগুলো নিদ্রাহীন রাত, হাসপাতালের ভয়ঙ্কর পরিবেশ, শশ্মানের স্তব্ধতা আমার জীবনের গতি থমকে দিয়েছে ।"