পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সোসাইরাজকে ভারতীয় দলে দরকার, মত হাবাসের - atk won by five goal

পাঁচ গোলে জয় ৷ স্বাভাবিকভাবেই দীপাবলির আগে আনন্দের আবহ ATK শিবিরে । কিন্তু জয়ের উচ্ছ্বাসে ভেসে যেতে নারাজ আন্তেনিও লোপেজ হাবাস ।

ছবি

By

Published : Oct 26, 2019, 4:59 PM IST

Updated : Oct 26, 2019, 7:48 PM IST

কলকাতা , 26 অক্টোবর : পাঁচ গোলে জয় ৷ স্বাভাবিকভাবেই দীপাবলির আগে আনন্দের আবহ ATK শিবিরে । কিন্তু জয়ের উচ্ছ্বাসে ভেসে যেতে নারাজ আন্তেনিও লোপেজ হাবাস । তাঁর হাত ধরেই লাল-সাদা শিবিরে এসেছিল ISL ট্রফি । এবার ফের লাল-সাদা শিবিরে ট্রফির প্রত্যাবর্তন যাতে হয় সেজন্যে প্রতিটি ম্যাচেই তিনি সতর্ক । কেরল ব্লাস্টার্সের কাছে পরাজয়ের পরে ঘরের মাঠে পাঁচ গোলে জয় পেয়েছে ATK । যা লাল-সাদা জার্সির ইতিহাসে বড় জয় ।

হাবাস জানিয়েছেন, রেকর্ডের কথা মাথায় ছিল না । ডেভিড উইলিয়ামস ও গার্সিয়ার জোড়া গোলের পাশে রয় কৃষ্ণার স্কোরবোর্ডে নাম তোলাটা কোচ হাবাসকে স্বস্তি দিয়েছে । তবে হায়দরাবাদ ম্যাচে দলের প্রথম পয়তাল্লিশ মিনিটকে সেরা বলছেন তিনি ।

ATK-র পরের ম্যাচের প্রতিপক্ষ চেন্নাইয়ান সিটি এফসি । হাবাসের মতে প্রতিটি প্রতিপক্ষকেই দিতে হবে সম্মান ৷ তাই রাশ আলগা করার কারণ দেখছেন না তিনি । বরং দলকে আরও কঠোর পরিশ্রমের বার্তা দিয়েছেন । কেরলের বিরুদ্ধে ভালো খেলেও হার হয়েছে । তবে ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে গোলের প্লাবন ।

ATK-র স্প্যানিশ হেডস্যার বলছেন, "ফুটবলের বৈচিত্র্য এটাই । কখনও পরাজয় আবার কখনও জয় । প্রতি ম্যাচে পাঁচ গোলে জয় আসবে না । তবে পরিশ্রমটা করে যাওয়ার কথা ফুটবলারদের বুঝিয়েছি ।" সাধারণত ফুটবলারদের প্রশংসা করেন না । তবুও সোসাইরাজের প্রশংসা করেছেন । অনভস্ত লেফট উইংএ খেলে নিজেকে মেলে ধরেছেন । হাবাস মনে করেন সোসাইরাজের মত প্রতিভাবান ফুটবলার ভারতীয় ফুটবলের ভবিষ্যত ।

Last Updated : Oct 26, 2019, 7:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details