কলকাতা, 16 ফেব্রুয়ারি : রাখে কৃষ্ণ মারে কে, চলতি ISL-এ এটাই ATK-র ক্যাচ লাইন । রবিবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাইয়ন FC-র মুখোমুখি আন্তেনিও লোপেজ় হাবাসের ATK । ঘরের মাঠে গ্রুপের এটাই শেষ ম্যাচ লাল সাদা জার্সির ।
16 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে এক ম্যাচ বেশি খেলা FC গোয়ার ঠিক পরে ATK । পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু FC । 16 ম্যাচে সুনীল ছেত্রীদের পয়েন্ট 29 । টেবিলের প্রথম দুই দলের লক্ষ্য লিগে একনম্বর হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলা ।
কোচ অ্যান্তেনিও হাবাস অবশ্য পয়েন্ট টেবিলের অবস্থানের দিকে নজর দিতে নারাজ । কোনও রাখঢাক না করে কলকাতার স্প্যানিশ কোচ বলছেন, "জয়ের অভ্যাস গড়ে তোলাই লক্ষ্য । রবিবার তাই আমাদের জিততে হবে ।"
চেন্নাইয়িনের ব্রিটিশ কোচ আওয়েন কোয়িল বলেছেন কলকাতা থেকে শেষ চারে যাওয়ার পয়েন্ট নিয়ে যেতেই এসেছেন তাঁরা । চেন্নাইয়িন 15 ম্যাচে খেলে 22 পয়েন্টে দাঁড়িয়ে । তাদের শেষ তিনটি ম্যাচ ঘরের মাঠে । তাই কলকাতা থেকে পয়েন্ট নিয়ে ফিরে পরবর্তী ম্যাচগুলোতে ঘরের মাঠে খেলার সুবিধা কাজে লাগাতে চায় তাঁরা ।
তবে ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, রবিবার লড়াইটা দুই দলের ফরওয়ার্ডদের মধ্যে । ATK যেমন শেষ পাঁচ ম্যাচে 12 পয়েন্ট পেয়েছে, তেমন চেন্নাইয়িন ঝুলিতে শেষ পাঁচ ম্যাচে 13 পয়েন্ট । ফলে লড়াইটা কঠিন হবে বলে মনে করা হচ্ছে ।
ISL-র ইতিহাসে ATK এবং চেন্নাইয়িন দু'বার করে চ্যাম্পিয়ন হয়েছে । দু’দলের পারস্পরিক 13টি লড়াইয়ের পরিসংখ্যানে 6-3 ব্যবধানে এগিয়ে কলকাতার দলটি । বাকি চারটি ম্যাচ ড্র । জয়ের সংখ্যা বাড়াতে ATK-র ভরসা রয় কৃষ্ণ । ইতিমধ্যে 13টি গোল করেছেন । তাই রবিবার সন্ধ্যায় ফের জয়ের স্বপ্ন দেখছে কলকাতার দল ATK ৷