পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রবিবার শুরু ISL, মুখোমুখি ATK ও কেরালা ব্লাস্টার্স - এটিকে

ISL এর উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি দুবারের চ্যাম্পিয়ন ATK । গ্যালারিতে থাকবেন সদ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া সৌরভ গাঙ্গুলি ।

ATK

By

Published : Oct 19, 2019, 10:56 PM IST

কলকাতা, 19 অক্টোবর : হারানো সিংহাসন পুনরুদ্ধার করতে ষষ্ঠ IPL-এ নামছে অ্যাতলেতিকো দে কলকাতা ৷ কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ISL এর উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি দুবারের চ্যাম্পিয়ন ATK । ISL মানেই ফুটবল ও বিনোদনের যুগলবন্দী । তাই উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে টাইগার শ্রফ ও দিশা পাটানির পারফরমেন্স ৷ এছাড়াও গ্যালারিতে থাকবেন সদ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া সৌরভ গাঙ্গুলি । রাঁচিতে টেস্ট ম্যাচ দেখার পরিকল্পনা বাতিল করেই কেরালা যাচ্ছেন ATK-র অন্যতম মালিক ।

দুবার ISL চ্যাম্পিয়ন হলেও ISL-র শেষ দু'বারের পারফরমেন্স যথেষ্ট হতাশ জনক ৷ গত দু'বছর কোচ বদল ও ফুটবলার পরিবর্তন, চোট আঘাত ATK-র সাফল্যের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল । অবস্থা সামাল দিতে যার হাত ধরে প্রথম ট্রফি এসেছিল সেই আন্তেনিও লোপেজ হাবাসকেই কোচ হিসেবে ফিরিয়ে এনেছে ATK ৷ রয় কৃষ্ণ , ডেভিড উইলিয়ামস, জবি জাস্টিনদের নিয়ে গড়া লাল-সাদা শিবিরের আক্রমণ ভাগ যথেষ্ট শক্তিশালী । এছাড়াও আনাস এডাথোডিকাদের , জন জনসন, প্রবীর দাসদের নিয়ে গড়া ATK রক্ষণ কেরালার স্ট্রাইকারদের পরীক্ষা নিতে তৈরি । তবে মাঝমাঠে লানসারোতের অনুপস্থিতি ATK কোচের কপালে ভাঁজ ফেলেছে৷

কেরালা ব্লাস্টার্স দুবার ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি ৷ দুবারই কেরালা হেরেছে ATK-র বিরুদ্ধে । অতীত ভুলে নতুন ভাবে নতুন মরশুম শুরু করতে চায় কেরালা ব্লাস্টার্স । কোচের চেয়ারে এলকো শাতোরির উপস্থিতি ইয়েলো ব্রিগেডের শক্তি । কারন ডাচ কোচ ভারতীয় ফুটবল হাতের তালুর মতো চেনেন ৷ গোলের জন্যে বার্থেলোমিউর দিকে তাকিয়ে কেরালা শিবির । তবে এলকোর শাতোরির চিন্তা বাড়িয়েছে ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানের চোট ।

ABOUT THE AUTHOR

...view details