কলকাতা, 23 ফেব্রুয়ারি : প্রতিপক্ষকে বেকায়দায় পেয়েও জয় না পাওয়ার আক্ষেপ আন্তেনিও লোপেজ হাবাসের গলায় । শেষ মিনিটে প্রীতম কোটালের গোলে হার বাঁচায় এটিকে মোহনবাগান। এই ম্যাচ 2-2 গোলে ড্র হওয়ায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনের বিষয়টি থমকে রইল । ফলে বিরক্ত সবুজ মেরুন কোচ ।
আরও পড়ুন :নিশ্চিত হল না এএফসি চ্যাম্পিয়ন্স লিগ, হায়দরাবাদের বিরুদ্ধে ড্র এটিকে মোহনবাগানের
‘‘দলের খেলায় আমি খুশি নই, হতাশ । তিন পয়েন্ট জিতে এক নম্বর জায়গাটা পাকা করার সুযোগ ছিল । প্রতিপক্ষকে দশজনে পেয়েও আমরা জয় ছিনিয়ে নিতে ব্যর্থ হয়েছি । এখন আমাদের মুম্বই সিটি এফসি ম্যাচের প্রস্তুতি শুরু করতে হবে," বলছেন সবুজ মেরুন হেডস্যার ।
মুম্বই সিটি এফসি পিছিয়ে থাকলেও শীর্ষস্থানে ওঠার লড়াই থেকে ছিটকে যায়নি । ফের পয়েন্ট হারালে এটিকে মোহনবাগানের কাজটি কঠিন হবে । বিষয়টি বুঝতে পেরে ইতিমধ্যে ওয়েক-আপ কল সবুজ মেরুন সাজঘরে। হাবাস বলছেন, যাঁরা চোট পেয়েছে তাঁদের সারিয়ে তুলতে হবে । সন্দেশ ঝিঙ্গানকে বিরতির পরে চোটের কারণে তুলে নিতে হয়েছিল । মার্সেলিনহোর চোট সেরেছে বলে নিশ্চিতভাবে সবুজ মেরুন শিবির থেকে বলা হয়নি । এডু গার্সিয়ার চোট সারলেও মাঠে ফিরতে সময় দরকার । শুভাশিস বসু কার্ড সমস্যায় পরের ম্যাচে নেই । এই অবস্থায় দলকে নতুনভাবে গড়ে তোলার ভাবনা হাবাসের মাথায় । তাই ডাবল ডার্বি জয়, প্লে অফে জায়গা নিশ্চিত করার পরে, এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেতে চাইছেন।