কলকাতা, 20 জানুয়ারি : 11 ম্যাচে 21 পয়েন্ট । দ্বিতীয় স্থানে রয়েছেন রয় কৃষ্ণরা । এবার সামনে এগোনোর দৌড় । বৃহস্পতিবার প্রতিপক্ষ চেন্নায়িন এফসি । সেই ম্যাচের অনুশীলনে আন্তেনিও লোপেজ হাবাস । পয়েন্ট টেবিলের অবস্থান নিয়ে মাথা ঘামাচ্ছেন না । কারণ গতবছরও 11 ম্যাচে 21 পয়েন্ট ছিল । তাতে খেতাব জয় আটকায়নি ।
ইতিমধ্যে দলের ছেলেদের পয়েন্ট টেবিল নয়, পারফরমেন্সের উন্নতি নিয়ে চিন্তা করতে বলেছেন । কোচের কৌশলের বাস্তবায়নে এটিকে মোহনবাগানের ফুটবলাররা মরিয়া । মিডফিল্ডার এডু গার্সিয়া বলছেন, "গোল নয়, আমার কাছে দলের জয় সবচেয়ে গুরুত্বপূর্ণ । ভালো গোল করার আনন্দ তখনই পাওয়া যায়, যখন দল জেতে । তাই গোয়ার বিরুদ্ধে গোলটা ধরে রাখতে পারলে জয় আসত, আনন্দ পেতাম । "
প্রায় একই সঙ্গে তিনি যোগ করেছেন, "আমরা শেষ দুটো ম্যাচে পাঁচ পয়েন্ট নষ্ট করেছি । তবে দুটো দলই প্রতিযোগিতার অন্যতম সেরা দল ।" চেন্নায়িনের বিরুদ্ধে মাঠে নামার আগে ম্যাচ ধরে এগোনোর কথা বলছেন সবুজ মেরুন ফুটবলাররা ।