কলকাতা, 10 জানুয়ারি : ব্যক্তিগত গোলের থেকে দলের তিন পয়েন্ট তাঁর কাছে এখন গুরুত্বপূর্ণ । ডেভিড উইলিয়ামসের সঙ্গে রয় কৃষ্ণের বোঝাপড়া বেশ ভালো ৷ মাঠের পারফরম্যান্সেও সাহায্য করে ।তবে গত নয়টি ম্যাচের মধ্যে সাতটি ম্যাচে রক্ষণের গোল হজম না করাকেই বেশি গুরুত্ব দিতে চান রয় কৃষ্ণ । প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি শক্তিশালী প্রতিপক্ষ জানেন । তাই পয়েন্ট টেবিলের এক নম্বরে পৌঁছনোর জন্য নয়, বরং জয়ের অভ্যাস বজায় রাখতেই তিন পয়েন্ট দরকার বলে জানিয়েছেন এটিকে মোহনবাগানের ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণ ।
যেকোনও ম্যাচে জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় । গত ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয় এটিকে মোহনবাগানের আত্মবিশ্বাস বাড়িয়েছে । সোমবার আইএসএলের প্রথম পর্বের শেষ ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে নামার আগে এভাবেই দলের ছবিটা তুলে ধরলেন কোচ আন্তেনিও লোপেজ হাবাস । পয়েন্ট টেবিলের অবস্থানের বিচারে সোমবারের ম্যাচটি শীর্ষস্থানের জন্য দুই দলের লড়াই । রয় কৃষ্ণের গোলে ফেরা, পুরো দলের প্রত্যাশিত মানের পারফরম্যান্স নিঃসন্দেহে সবুজ মেরুন শিবিরকে স্বস্তি দিচ্ছে । কোচ হাবাসও বিষয়টি অস্বীকার করছেন না । একই সঙ্গে জাভি হার্নান্দেজ ফিট হয়ে ওঠায় হাবাসের কপালের ভাঁজ দূর হয়েছে । চলতি বছরের সঙ্গে আইএসএলের প্রথম বছরের মিল পাচ্ছেন হাবাস । তবে দলগুলোর গুণগত মান ভিন্ন সেটাও বলছেন । তাই প্রথম পর্বের শেষে পয়েন্ট পাওয়ার দিকে নজর দিচ্ছেন ৷ পাশাপাশি ট্রফি ঘরে ঢোকার দিকেও গুরুত্ব দিতে চান এটিকে-মোহনবাগানের হেডস্যার ।