পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

জাভি হার্নান্দেজকে রেখেই চেন্নাইন ম্যাচের প্রস্তুতি শুরু সবুজ মেরুনের - চেন্নাইন ম্যাচের প্রস্তুতি শুরু সবুজ মেরুনের

29 ডিসেম্বর মঙ্গলবার এটিকে-মোহনবাগানের প্রতিপক্ষ চেন্নায়িন সিটি এফসি । সাত ম্যাচে 16 পয়েন্ট নিয়ে নিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে রয় কৃষ্ণরা । দাপট দেখিয়ে আইএসএলে যাত্রা শুরু করলেও চোট আঘাত সমস্যা ভুগিয়েছে ।

প্রস্তুতি শুরু সবুজ মেরুনের
প্রস্তুতি শুরু সবুজ মেরুনের

By

Published : Dec 25, 2020, 10:58 PM IST

পানাজি, 25 ডিসেম্বর : অনুশীলনে ফিরলেন জাভি হার্নান্দেজ । এটিকে মোহনবাগানের স্প্যানিশ মিডফিল্ডার দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করলেন । তাঁকে মাঠে ফিরতে দেখে খুশি সবুজ মেরুনের হেডস্যার আন্তেনিও লোপেজ হাবাস ।

বড়দিনের উৎসব থাকলেও এটিকে মোহনবাগানের অনুশীলনে ছুটি ছিল না । কোভিড পরিস্থিতিতে সাবধানতা অবলম্বন করতে হচ্ছে । তাই দলের সবাই মিলে খাওয়াদাওয়া করেই উৎসব সারতে হয়েছে । এই অবস্থায় স্প্যানিশ মিডফিল্ডারের মাঠে নেমে পড়ায় স্বস্তি সবার । চোট পেয়ে গত তিনটে ম্যাচে মাঠে নামতে পারেননি হার্নান্দেজ । ফলে মাঝমাঠে প্রত্যাশিত পারফরম্যান্স পাওয়া যায়নি । ফলে সবুজ মেরুনকে ভুগতে হয়েছে ।

29 ডিসেম্বর মঙ্গলবার এটিকে-মোহনবাগানের প্রতিপক্ষ চেন্নায়িন সিটি এফসি । সাত ম্যাচে 16 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে রয় কৃষ্ণরা । দাপট দেখিয়ে আইএসএলে যাত্রা শুরু করলেও চোট আঘাত সমস্যা ভুগিয়েছে । ফলে দুটো ম্যাচে মোট পাঁচ পয়েন্ট হারাতে হয়েছে । সেই সময় ঠাসা ক্রীড়াসূচিতে ফুটবলারদের বিশ্রাম না পাওয়া এবং চোট পাওয়ার আশঙ্কার কথা বলেছিলেন হাবাস । তিরি, ডেভিড উইলিয়ামস এবং জাভি হার্নান্দেজের চোট সেই শঙ্কার ফল ।

আরও পড়ুন :- খেয়েছেন মেসির গোল, পেলেন বিয়ারের বোতল

তিরি এবং ডেভিড উইলিয়ামস চোট সারিয়ে মাঠে ফিরেই ভালো খেলছেন । দুরন্ত গোলে দলকে জয় পেতে সাহায্য করেছেন ডেভিড উইলিয়ামস । এবার জাভি হার্নান্দেজ চোট সারিয়ে মাঠে ফেরার চেষ্টা শুরু করলেন । প্র্যাকটিসে তাঁকে দেখে খুশি হাবাস পরের ম্যাচ চেন্নায়িন সিটি এফসির বিরুদ্ধে দলে রাখার পরিকল্পনা করছেন । প্রথম একাদশে না হলেও পরিবর্ত হিসেবে থাকবেন ডেভিড উইলিয়ামস ।

ABOUT THE AUTHOR

...view details