পানাজি, 22 ফেব্রুয়ারি : প্রীতম কোটালের শেষ মিনিটের গোল ৷ হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচ ড্র করল এটিকে মোহনবাগান ৷ হায়দরাবাদ এফসির বিরুদ্ধে খেলার ফলাফল 2-2 ৷ নিজামের শহরের দলের গোলদাতা অ্যারিডানা সানটানা, রোনাল্ড আলবার্গ । এটিকে মোহনবাগানের হয়ে গোল করেন মনদীপ সিং, প্রীতম কোটাল।
এই প্রথম সবুজ মেরুনের স্কোরবোর্ডে কোনও বিদেশির নাম নেই । ম্যাচের সেরা অ্যারিডানা স্যানটানা । এই ড্র এর ফলে 40পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেন রয় কৃষ্ণরা । তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন নিশ্চিত হল না । পয়েন্ট টেবিলে চার নম্বরে থাকলেও 89 মিনিট দশজনে খেলে দু'বার এগিয়ে গিয়েও জয় হাতছাড়া করে হতাশ হবে হায়দরাবাদ ।
ম্যাচের পাঁচ মিনিটে ডেভিড উইলিয়ামসের গোলমুখী দৌড় থামাতে পেছন থেকে ফাউল করেন সানা । রেফারি অজয় কুমার মিতেই লাল কার্ড দেখিয়ে তাকে বের করে দেন । প্রথম পাঁচ মিনিটেই দশ জনে হয়ে যাওয়ার ধাক্কা সামলে খেলায় ফেরে হায়দরাবাদ এফসি । আট মিনিটে আরিডান স্যানটানার গোল (1-0) নিজামের শহরের দলকে এগিয়ে দেয় । প্রীতম কোটালের ভুল ব্যাকপাস থেকে গোলের বল পেয়ছিলেন আরিডানে । যা থেকে গোল করতে তিনি ভুল করেননি । প্রথম দশ মিনিটের মধ্যে প্রতিপক্ষ শিবিরে দুটো নাটকীয় পরিবর্তনে এটিকে মোহনবাগান ছন্দ হারিয়ে ফেলে । তাদের কাজ আরও কঠিন হয়ে গিয়েছিল সন্দেশ ঝিঙ্গান, তিরি, প্রীতম কোটালদের বিবর্ণ ফুটবলে ।