পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ওড়িশাকে হারিয়ে শীর্ষে থাকাই লক্ষ্য়, বলছেন ATK মোহনবাগানের ম্যাকহিউজ

ইতিমধ্যে আন্তেনিয় লোপেজ় হাবাসের নির্দেশে রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, প্রীতম কোটাল, প্রবীর দাসরা ওড়িশার ম্যাচ খুঁটিয়ে দেখেছেন । বৃহস্পতিবারের প্রতিপক্ষ সম্পর্কে বলতে গিয়ে ম্যাকহিউজ জানিয়েছেন, ‘‘ডার্বির জয় মনে রাখতে চাই না । এখন লক্ষ্য ওড়িশা ম্যাচে জয় তুলে নিয়ে আসা । একই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখা ।"

ATK-mohunbagan_preparing_odissa_match
ওড়িশাকে হারিয়ে শীর্ষে থাকাই লক্ষ্য়, বলছেন ATK মোহনবাগানের ম্যাকহিউজ

By

Published : Dec 1, 2020, 7:45 PM IST

কলকাতা, 1 ডিসেম্বর : রয় কৃষ্ণা এবং মনবীর সিং ডার্বি জয়ের প্রধান কারিগর হিসেবে উঠে এলেও নেপথ্য কারিগর ছিলেন মোহনবাগানের আয়ারল্যান্ডের ডিফেন্ডার কার্ল ম্যাকহিউজ । ডার্বির ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন তিনি । কেরালা ব্লাস্টার্স, SC ইস্টবেঙ্গল ম্যাচের পর এবার সামনে ওড়িশা FC। জয়ের হ্যাটট্রিক করতে ওড়িশার চ্যালেঞ্জ সামলাতে দলকে তৈরি করতে শুরু করেছেন সবুজ মেরুন কোচ আন্তেনিও লোপেজ হাবাস । ডার্বি জয়ের পর মোহনবাগানের আত্মবিশ্বাস এখন অনেক উঁচুতে । সেই আত্মবিশ্বাস এখন ডার্বির ম্য়ান অফ দা ম্যাচের গলাতেও। তিনি বলেন, ‘‘ওরকম একটা ঐতিহাসিক ডার্বিতে সেরার সম্মান পেয়ে আমি গর্বিত । ডার্বিতে খেলার আনন্দ এবং SC ইস্টবেঙ্গলের মতো শক্তিশালী দলকে হারাতে পেরে খুশি হয়েছি ।’’

ইতিমধ্যে হাবাসের নির্দেশে রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, প্রীতম কোটাল, প্রবীর দাসরা ওড়িশার ম্যাচ খুঁটিয়ে দেখেছেন । বৃহস্পতিবারের প্রতিপক্ষ সম্পর্কে বলতে গিয়ে ম্যাকহিউজ জানিয়েছেন, ‘‘ডার্বির জয় মনে রাখতে চাই না । এখন লক্ষ্য ওড়িশা ম্যাচে জয় তুলে নিয়ে আসা । একই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখা । তাই আত্মতুষ্ট হতে আমরা রাজি নই।’’ ম্যাচ খেলার ক্লান্তি এড়াতে অনুশীলনের সূচি বদল করেছেন হাবাস । পাঁচ ফুটবলার পরিবর্তন করার নয়া নিয়ম ফিফা করেছে । সেই নিয়মের সুবিধা নিতে চান মোহনবাগানের হেডস্যার । তবে ক্লান্তি বা অন্য কোনও প্রতিকূলতার জায়গা গত বছরের চ্যাম্পিয়নদের নেই। আইরিশ ডিফেন্ডার বলেন, ‘‘ডার্বিতে আমাদের দলের যে কোনও ফুটবলারই সেরার সম্মান পেতে পারতেন । সবাই সেরাটা দিতেই প্রতিটি ম্যাচে মাঠে নামছেন । এই সংহতিটাই আমাদের সম্পদ৷’’

গত বছর পাঁচটি ম্যাচ খেলে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি । অস্ত্রোপচার করে ফিরে এসেছেন । দুটো ম্যাচে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স হাবাসের চিন্তা কমিয়েছে । গত বছরের যন্ত্রণা পর্ব ভুলে, কার্ল ম্যাকহিউজ সামনের দিকে তাকাতে চান । ডার্বি ম্যাচের দুটো গোল নিয়ে প্রশংসা এখনও সমালোচকদের মুখে । ম্যাকহিউজ দুটো গোলকেই সেরা বলছেন । তবে, চুলচেরা তুলনায় রয় কৃষ্ণার গোলের চেয়ে মনবীরের গোলকে সামান্য হলেও বেশি কৃতিত্ব দিয়েছেন ATK মোহনবাগানের সেরা ডিফেন্ডার।

ABOUT THE AUTHOR

...view details