পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চোট সমস্যাকে সঙ্গে নিয়ে জয়ের খোঁজে এটিকে-মোহনবাগান - জয়ের খোঁজে এটিকে-মোহনবাগান

শেষ ম্যাচে ড্র ৷ তার আগের ম্যাচে হার ৷ জয়ের ধারা কিছুটা থমকে গেছে এটিকে-মোহনবাগানের ৷ এবার ফের জয়ের ছন্দে ফিরতে মরিয়া রয় কৃষ্ণরা ৷

 ছবি
ছবি

By

Published : Dec 15, 2020, 10:09 PM IST

কলকাতা, ১৫ ডিসেম্বর : এটিকে-মোহনবাগানকে তার চেনা ছন্দে নতুন বছরে দেখা যাবে বলে জানিয়ে দিলেন আন্তেনিও লোপেজ় হাবাস । বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে মাঠে নামবে সবুজ মেরুন। গত দুই ম্যাচে পাঁচ পয়েন্ট নষ্ট করার পর এখন জয়ের রাস্তায় ফেরার চিন্তায় মরিয়া রয় কৃষ্ণ, প্রীতম কোটাল, প্রবীর দাস

রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, এডু গার্সিয়া দলে থাকলেও গোলের জন্য ভুগতে হচ্ছে দলকে। হাবাস অবশ্য এই অবস্থার জন্য কোনও একজন ফুটবলারকে কাঠগড়ায় তুলতে রাজি নন। বরং পুরো পরিস্থিতির জন্য এই সমস্যায় পড়তে হয়েছে বলে মনে করেন । আট থেকে নয় মাস ফুটবলের বাইরে থাকার কারণে ছন্দে ফিরতেই সমস্যা হচ্ছে না। চোট-আঘাতের কবলে পড়তে হচ্ছে বলে মনে করেন স্প্যানিশ হেডস্যার।

গ্লেন মার্টিনের ধারাবাহিক উন্নতিতে আশার আলো দেখা হাবাস বলছেন, "জানুয়ারিতে দল প্রত্যাশিত ছন্দে ফিরবে । চোট আঘাতের নিয়মিত সমস্যা দলকে জমাট হতে দিচ্ছে না । আশা করছি নতুন বছরের শুরুতে দলকে ছন্দে পাওয়া যাবে ।"

আরও পড়ুন :গোল খরা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টায় ইস্টবেঙ্গল

প্রতিপক্ষ এফসি গোয়া চলতি আইএসএলের অন্যতম শক্তিশালী দল । এডু বেদিয়া, ব্র্যান্ডন ফার্নান্দেজ দারুণ ছন্দে। নিজের দিনে একাই প্রতিপক্ষকে শেষ করে দিতে পারেন। প্রতিপক্ষের শক্তি সম্বন্ধে সমীহের সুর হাবাসের মাথায়। "দল হিসেবে এফসি গোয়া শক্তিশালী। দলে একাধিক দেশি বিদেশি ভালো ফুটবলার রয়েছেন। এটিকে-মোহনবাগানের মত শক্তিশালী দল ওরা। তবে আমরা ওদের সামলাতে তৈরি," বলছেন হাবাস।

ম্যাচের রাশ নিজেদের পায়ে তুলে নিয়ে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দিতে পছন্দ করে এফসি গোয়া।"বলের দখল নিলেই হয় না। ম্যাচের স্কোরবোর্ড ঠিক হয় গোল দেওয়ার মধ্য দিয়ে," সমীহের পাশাপাশি হুঙ্কার হাবাসের গলায়। প্রথম একাদশ নিয়ে আড়াল বজায় রেখে গোয়া বধের ছক তৈরিতে হাবাস।

ABOUT THE AUTHOR

...view details