কলকাতা, ১৫ ডিসেম্বর : এটিকে-মোহনবাগানকে তার চেনা ছন্দে নতুন বছরে দেখা যাবে বলে জানিয়ে দিলেন আন্তেনিও লোপেজ় হাবাস । বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে মাঠে নামবে সবুজ মেরুন। গত দুই ম্যাচে পাঁচ পয়েন্ট নষ্ট করার পর এখন জয়ের রাস্তায় ফেরার চিন্তায় মরিয়া রয় কৃষ্ণ, প্রীতম কোটাল, প্রবীর দাস
রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, এডু গার্সিয়া দলে থাকলেও গোলের জন্য ভুগতে হচ্ছে দলকে। হাবাস অবশ্য এই অবস্থার জন্য কোনও একজন ফুটবলারকে কাঠগড়ায় তুলতে রাজি নন। বরং পুরো পরিস্থিতির জন্য এই সমস্যায় পড়তে হয়েছে বলে মনে করেন । আট থেকে নয় মাস ফুটবলের বাইরে থাকার কারণে ছন্দে ফিরতেই সমস্যা হচ্ছে না। চোট-আঘাতের কবলে পড়তে হচ্ছে বলে মনে করেন স্প্যানিশ হেডস্যার।
গ্লেন মার্টিনের ধারাবাহিক উন্নতিতে আশার আলো দেখা হাবাস বলছেন, "জানুয়ারিতে দল প্রত্যাশিত ছন্দে ফিরবে । চোট আঘাতের নিয়মিত সমস্যা দলকে জমাট হতে দিচ্ছে না । আশা করছি নতুন বছরের শুরুতে দলকে ছন্দে পাওয়া যাবে ।"