পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ATK-মোহনবাগানের প্রথম বোর্ড মিটিং 10 জুলাই - মোহনবাগান

পাঁচ সদস্যের বোর্ড অব ডিরেক্টরের বৈঠক জুলাইয়ের প্রথম সপ্তাহে হওয়ার কথা ছিল । সেইমতো 10 জুলাই বোর্ড অব ডিরেক্টরের মিটিংয়ের দিন ধার্য হয়েছে।

ATK and Mohunbagan first board meeting
ATK-মোহনবাগানের প্রথম বোর্ড মিটিং

By

Published : Jul 2, 2020, 4:51 AM IST

কলকাতা, 2 জুলাই : 10 জুলাই ATK এবং মোহনবাগান কর্তারা প্রথম বোর্ড মিটিংয়ে বসবেন । সেখানেই নতুন মরশুমে ATK-মোহনবাগান কোন পথে হাঁটবে সেই রূপরেখা ঠিক হবে । অন্তত সেই রকম আশা করছেন মোহনবাগানের সদস্য সমর্থকরা ।

প্রথম মিটিংয়ে চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা থাকবেন কি না তা নিয়ে অনেক মত রয়েছে । কারণ মিনিস্ট্রি অব কর্পোরেট অ্যাফেয়ার্সে নথিভুক্ত হয়েছিল আগেই । এবার বোর্ড অব ডিরেক্টরের নামও নথিভুক্ত করা হয়েছে ATK-মোহনবাগানের। সেই বোর্ড অব ডিরেক্টরে ATK-র সহ কর্ণধার উৎসব পারেখ রয়েছেন । রয়েছেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু এবং অর্থসচিব দেবাশিস দত্ত । বোর্ড অব ডাইরেক্টরের আরও দুই সদস্য হলেন গৌতম রায় এবং সঞ্জীব মেহেরা ।

পাঁচ সদস্যের বোর্ড অব ডিরেক্টের বৈঠক জুলাইয়ের প্রথম সপ্তাহে হওয়ার কথা ছিল । সেইমতো 10 জুলাই বোর্ড অব ডিরেক্টরের মিটিংয়ের দিন ধার্য হয়েছে । মিটিং ভার্চুয়াল হবে কি না তা এখনও স্থির হয়নি ।

চলতি বছরের জানুয়ারিতে ATK এবং মোহনবাগান গাটছড়া বাধার প্রাথমিক সিদ্ধান্ত নেয় । যা তার কিছুদিন পর প্রকাশ্যে আসে । ফলে নতুন মরশুমে ISL-এ ATK-মোহনবাগানকে খেলতে দেখা যাবে । জুনের প্রথম সপ্তাহে বোর্ড মিটিং করে একযোগে পথ চলার কথা বলা হলেও কোরোনার সংত্রমণের কারণে তা পিছিয়েছে । তবে দ্রুত তা ঘোষণা করা হবে ।

তবে নতুনভাবে পথ চলায় সৌরভ গাঙ্গুলির ভূমিকা কী হবে তা নিয়ে জল্পনা চলছে । ISL-এর বর্তমান চ্যাম্পিয়ন দলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন তিনি । কিন্তু বর্তমানে সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট । এই অবস্থায় স্বার্থের সংঘাতের বিষয়টি সামনে চলে আসার সম্ভাবনা ।

বোর্ড মিটিংয়ে এই দুই চ্যাম্পিয়ন দলের সংযুক্তির পর নতুন নাম কী হবে তা নিয়ে জল্পনা রয়েছে । কারণ মিনিস্ট্রি অব কর্পোরেট অ্যাফেয়ার্সে ATK-মোহনবাগানের নামে নথিভুক্ত হয়েছে । আবার নতুন লোগো, জার্সির ডিজ়াইন নিয়েও অনেক কথা শোনা যাচ্ছে । তবে পুরো বিষয়টি বাস্তবায়নের পথে এগোচ্ছে তা গত কয়েকদিনের এই দুই পদক্ষেপে প্রমাণিত ।

ABOUT THE AUTHOR

...view details