পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দু'বছরের চুক্তিতে ATK-মোহনবাগানে অরিন্দম - Arindam Bhattacharya

গত মরশুমে এই বাঙালি গোলরক্ষক দলের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্য কারিগর ছিলেন । চ্যাম্পিয়ন দল তাঁর গ্লাভসের উপর আস্থা রাখায় খুশি অরিন্দম।

Contracts for ATK Mohanbagan
মোহনবাগান ক্লাব

By

Published : Oct 12, 2020, 10:43 PM IST

কলকাতা, 12 অক্টোবর : দল গোছানোর কাজ অব্যাহত ATK-মোহনবাগানে । সোমবার গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের সঙ্গে দু'বছরের চুক্তি করল তারা । প্রসঙ্গত গত দুই বছর ATK-র জার্সিতে 38টি ম্যাচে গোলরক্ষার দায়িত্ব সামলেছেন । শুধু তাই নয়, গত মরশুমে এই বাঙালি গোলরক্ষক দলের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্য কারিগর ছিলেন । চ্যাম্পিয়ন দল তাঁর গ্লাভসের উপর আস্থা রাখায় খুশি অরিন্দম।

"গতবার দলকে ট্রফি দেওয়াটা আমার কাছে বিশেষ অনুভূতি । এই বছর সবুজ মেরুন জার্সি পড়ে খেলাটা বিশেষ সম্মানের হতে চলেছে । এই বছরের সতীর্থরা সকলেই অসাধারণ । ফের ট্রফি জয়ের জন্য নিজের সেরাটা দেব ।" বলেছেন ATK-মোহনবাগানের গোলরক্ষক । 2014 সাল থেকে শুরু হওয়া ISL-এ প্রথম বছর থেকে খেলছেন । FC পুণের প্রাক্তনী সেই সময় 16 টি ম্যাচ খেলেছিলেন । 2017-18 মরশুমে মুম্বই সিটিতে সই করলেও দু'টি ম্যাচ খেলেছিলেন। এরপর ATK-তে সই করেন । গত দুই মরশুমে 13 টি ম্যাচে অপরাজিত ছিলেন । চ্যাম্পিয়ন দলের বেশিরভাগ ফুটবলারকে রাখছে । সেই তালিকায় এবার গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য।

আরও পড়ুন : পুজোয় গোয়ায় প্রস্তুতি শুরু করবে ফাওলারের ইস্টবেঙ্গল

SC ইস্টবেঙ্গল সোমবার তাদের CEO নিযুক্ত করার কথা ঘোষণা করল । প্রাক্তন সেনাকর্তা কর্নেল শিবাজী সমাদ্দার লাল হলুদের নতুন CEO । বিভিন্ন কর্পোরেট সংস্থায় দীর্ঘ দিন কাজ করেছেন আড়াই দশকের বেশি সময় সেনাবাহিনীতে কাজ করা মানুষটি । কলকাতা সেন্ট জেভিয়ার্সের প্রাক্তনী রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবে কাজ করেছেন । শিবাজী সমাদ্দার বলেছেন ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি গর্বিত ।

ABOUT THE AUTHOR

...view details