কলকাতা, 12 অক্টোবর : দল গোছানোর কাজ অব্যাহত ATK-মোহনবাগানে । সোমবার গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের সঙ্গে দু'বছরের চুক্তি করল তারা । প্রসঙ্গত গত দুই বছর ATK-র জার্সিতে 38টি ম্যাচে গোলরক্ষার দায়িত্ব সামলেছেন । শুধু তাই নয়, গত মরশুমে এই বাঙালি গোলরক্ষক দলের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্য কারিগর ছিলেন । চ্যাম্পিয়ন দল তাঁর গ্লাভসের উপর আস্থা রাখায় খুশি অরিন্দম।
"গতবার দলকে ট্রফি দেওয়াটা আমার কাছে বিশেষ অনুভূতি । এই বছর সবুজ মেরুন জার্সি পড়ে খেলাটা বিশেষ সম্মানের হতে চলেছে । এই বছরের সতীর্থরা সকলেই অসাধারণ । ফের ট্রফি জয়ের জন্য নিজের সেরাটা দেব ।" বলেছেন ATK-মোহনবাগানের গোলরক্ষক । 2014 সাল থেকে শুরু হওয়া ISL-এ প্রথম বছর থেকে খেলছেন । FC পুণের প্রাক্তনী সেই সময় 16 টি ম্যাচ খেলেছিলেন । 2017-18 মরশুমে মুম্বই সিটিতে সই করলেও দু'টি ম্যাচ খেলেছিলেন। এরপর ATK-তে সই করেন । গত দুই মরশুমে 13 টি ম্যাচে অপরাজিত ছিলেন । চ্যাম্পিয়ন দলের বেশিরভাগ ফুটবলারকে রাখছে । সেই তালিকায় এবার গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য।