পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

এডু গার্সিয়ার চোট নিয়ে চিন্তায় সবুজ-মেরুন শিবির - চিন্তায় সবুজ মেরুন শিবির

এডু গার্সিয়ার এমআরআই হয়েছে । এখন রিপোর্টের অপেক্ষায় এটিকে-মোহনবাগান শিবির । তবে চোট এতটাই বেশি, আইএসএল থেকে ছিটকে গেলেও খুব অবাক হওয়ার থাকবে না ।

garcia
garcia

By

Published : Jan 24, 2021, 6:38 AM IST

কলকাতা, 23 জানুয়ারি : এডু গার্সিয়ার চোট নিয়ে চিন্তার ভাঁজ আন্তেনিও লোপেজ হাবাসের কপালে । চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে দ্বিতীয়ার্ধের শেষদিকে চোট পেয়ে বেরিয়ে গিয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার । চোটের পর পা মাটিতে ফেলতে পারছিলেন না এডু । যা দেখে কোচ হাবাস সেদিনই বলেছিলেন, চোটের গভীরতা না দেখে কিছু বলা সম্ভব নয় ।

আজ এডু গার্সিয়ার চোটের এমআরআই হয়েছে । এখন রিপোর্টের অপেক্ষায় এটিকে-মোহনবাগানের থিঙ্কট্যাঙ্ক । 26 জানুয়ারি দলের পরের ম্যাচ । সেই ম্যাচে তাঁকে পাওয়া যাবে না বলে প্রাথমিকভাবে ধরে নিয়েছেন সকলেই । শুধু তাই নয়, আগামী কয়েকটি ম্যাচেও তাঁর খেলা নিয়ে প্রশ্ন সবুজ মেরুন শিবিরে । চোট এতটাই বেশি, আইএসএল থেকে ছিটকে গেলেও খুব অবাক হওয়ার থাকবে না । দল জয়ে ফিরলেও আক্রমণভাগের পারফরম্যান্স নিয়ে চিন্তার কথা বলেছেন হাবাস ।

আরও পড়ুন : চুক্তিপত্রে সই না করলে ইস্টবেঙ্গলের সঙ্গে বিচ্ছেদের পথে বিনিয়োগকারী

আক্রমণভাগের হাল ফেরাতে এডু গার্সিয়া যে হাবাসের অন্যতম ভরসা তা বলার অপেক্ষা রাখে না । ফলে গার্সিয়ার অনুপস্থিতি এটিকে-মোহনবাগানের বড় ধাক্কা । 24 পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে দল । শীর্ষস্থানে ওঠাই আপাতত পাখির চোখ । ডেভিড উইলিয়ামস গোলে ফিরেছেন । বাকি আট ম্যাচে নিয়মিত গোলে ফিরতে চান তিনি । এই অবস্থায় দলের মাঝমাঠের ভালো পারফরম্যান্স জরুরি । এডু গার্সিয়া শুধু খেলা তৈরি করতেন তাই নয়, সেটপিস স্পেশালিস্টও তিনি । তাঁর অনুপস্থিতিতে জ়াভি হার্নান্দেজের উপর বাড়তি চাপ পড়বে তা বলার অপেক্ষা রাখে না । একদিকে আইএসএলের কঠিন ম্যাচের চ্যালেঞ্জ, তার সঙ্গে চোটের সমস্যা কাটিয়ে কীভাবে এটিকে-মোহনবাগান ছন্দ খুজে পায় তাই দেখার বিষয় ।

ABOUT THE AUTHOR

...view details