কলকাতা, 23 জানুয়ারি : এডু গার্সিয়ার চোট নিয়ে চিন্তার ভাঁজ আন্তেনিও লোপেজ হাবাসের কপালে । চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে দ্বিতীয়ার্ধের শেষদিকে চোট পেয়ে বেরিয়ে গিয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার । চোটের পর পা মাটিতে ফেলতে পারছিলেন না এডু । যা দেখে কোচ হাবাস সেদিনই বলেছিলেন, চোটের গভীরতা না দেখে কিছু বলা সম্ভব নয় ।
আজ এডু গার্সিয়ার চোটের এমআরআই হয়েছে । এখন রিপোর্টের অপেক্ষায় এটিকে-মোহনবাগানের থিঙ্কট্যাঙ্ক । 26 জানুয়ারি দলের পরের ম্যাচ । সেই ম্যাচে তাঁকে পাওয়া যাবে না বলে প্রাথমিকভাবে ধরে নিয়েছেন সকলেই । শুধু তাই নয়, আগামী কয়েকটি ম্যাচেও তাঁর খেলা নিয়ে প্রশ্ন সবুজ মেরুন শিবিরে । চোট এতটাই বেশি, আইএসএল থেকে ছিটকে গেলেও খুব অবাক হওয়ার থাকবে না । দল জয়ে ফিরলেও আক্রমণভাগের পারফরম্যান্স নিয়ে চিন্তার কথা বলেছেন হাবাস ।