পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রেফারিং নিয়ে সরব, রয় কৃষ্ণের পাশে হাবাস - আইএসএল

নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে 1-2 গোলে পরাজিত হয়েছে এটিকে মোহনবাগান । প্রতিপক্ষের প্রথম গোলের সময় খারাপ রেফারিংয়ের শিকার হতে হয়েছে বলে মনে করেন হাবাস ।

রেফারিং নিয়ে সরব, রয় কৃষ্ণের পাশে হাবাস
রেফারিং নিয়ে সরব, রয় কৃষ্ণের পাশে হাবাস

By

Published : Jan 27, 2021, 3:40 PM IST

পানাজি, 27 জানুয়ারি : রেফারিংয়ের মান নিয়ে এবার প্রশ্ন তুললেন এটিকে মোহনবাগান কোচ আন্তেনিও লোপেজ হাবাস । বলছেন, রেফারিদের কাছ থেকে আরও ভালো মানের ম্যাচ পরিচালনা আশা করছেন । নিজেদের বঞ্চিত বলতেও দ্বিধা নেই তাঁর ।

নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে 1-2 গোলে পরাজিত হয়েছে এটিকে মোহনবাগান । প্রতিপক্ষের প্রথম গোলের সময় খারাপ রেফারিংয়ের শিকার হতে হয়েছে বলে মনে করেন হাবাস । শেষ চার ম্যাচে আট পয়েন্ট হারাতে হয়েছে তাদের । পারফরম্যান্স গ্রাফ পড়তির দিকে বলে সমালোচকরা বলছেন । যদিও হাবাস মনে করেন, "তারা একটি ম্যাচ হেরেছেন । পুরো লিগ নয় । তাই হাত পা ছুড়ে কান্নার কারণ নেই ।" এদিকে 23 দিন পরে গোল পেলেন রয় কৃষ্ণ । ফিজিয়ান স্ট্রাইকারের গোল খরা নিয়ে সরব হওয়ার বদলে বরং হাবাস পাশে দাঁড়াতে চান । বললেন, "রয় ভালো ফুটবলার । দলের গুরুত্বপূর্ণ সদস্য । প্রতি ম্যাচে গোল করা কারও পক্ষে সম্ভব নয় । ওর প্রতি আমরা আস্থাশীল ।পুরো দল ওর পাশে রয়েছে ।"

চোট আঘাত সমস্যা ক্রমেই বড় হয়ে উঠছে সবুজ মেরুনে । চোটের কারণে ডেভিড উইলিয়ামসকে পুরো সময় মাঠে রাখা যায়নি । ফলে মনবীরকে নামালেও সমস্যা দূর হয়নি । প্রথম পঁয়তাল্লিশ মিনিট বিপক্ষের চেয়ে একাধিক সুযোগ তৈরি করলেও দ্বিতীয়ার্ধে তা করা যায়নি তা মানছেন । আর তাতেই পরাজয়ের মুখ দেখতে হয়েছে । অন্যদিকে দুটো সুযোগ কাজে লাগিয়ে বাজিমাত করেছে নর্থ ইস্ট ইউনাইটেড । হাবাস প্রতিপক্ষকে কৃতিত্ব দিয়ে সামনে তাকাতে চান । চোট সমস্যা বড় হচ্ছে । আক্রমণের ঝাঁজ কমছে । ধরা পড়ে যাচ্ছে সবুজ মেরুন নীল নকশা । শীর্ষে থাকা মুম্বই সিটি এফসির সঙ্গে ব্যবধান ছয় পয়েন্টের । প্লে অফে যাওয়া হয়তো সমস্যা হবে না । মার্সেলিনহোকে দলে নেওয়া হয়েছে । দ্রুত সমস্যা মেটাতে হবে । বাকি সমস্যা হয়তো ওয়েক আপ কল । যা বুঝতে পারছেন হাবাসও ।

ABOUT THE AUTHOR

...view details