কলকাতা, 20 জানুয়ারি : পয়েন্ট নষ্টের জোড়া ধাক্কা সামলে জয়ের খোজে রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসরা । বৃহস্পতিবার আন্তেনিও লোপেজ হাবাসের এটিকে মোহনবাগানের সামনে চেন্নাইয়িন এফসি। গতবছর রানার্স হয়েছিল দলটি। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে ড্র করেছিল তারা । ফলে চেন্নাই শিবির যে ফের সবুজ-মেরুনের জন্য কঠিন প্রশ্নপত্র তৈরি রাখবে তা ধরে নেওয়াই যায় । ফলে একটা বাড়তি চাপ তৈরির সম্ভাবনা রয়েছে ।
যদিও হাবাস বলছেন,"কোনও চাপ নেই । চ্যাম্পিয়নশিপের দৌড়ে ভালো-মন্দ দু’ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। আমরা মুম্বই এফসি এবং এফসি গোয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলেছি । খেতাব জয়ের দৌড়ে এই দুই দল অন্যতম দাবিদার । যদি আমাদের শীর্ষে পৌঁছাতে হয় তাহলে আক্রমণে আরও উন্নতি করতে হবে।" শেষ দুটো ম্যাচে হার এবং ড্রয়ের স্বাদ পেয়েছে এটিকে মোহনবাগান। শেষ ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে এডু গার্সিয়ার দুরন্ত ফ্রি কিক থেকে এগিয়ে গেলেও তা ধরে রাখা সম্ভব হয়নি। হাবাস বলেন,"কর্নারের সময় সেকেন্ড বল নেওয়ার ক্ষেত্রে আমরা প্রস্তুত ছিলাম না। এখনও পর্যন্ত আমরা তিনটি গোলের দুটো কর্নার থেকে, আর একটি পেনাল্টি থেকে হজম করেছি।" একই সঙ্গে যোগ করেছেন,"এগারো ম্যাচে মাত্র পাঁচ গোল হজম করার প্রধান কারণ দলের ভারসাম্য। আক্রমণ এবং রক্ষণের মধ্যে আরও ভারসাম্য বৃদ্ধির প্রয়োজন। আমার কাছে 30টি গোল করার পাশাপাশি 25 গোল হজম মোটেই ভালো লক্ষণ নয়। মুম্বই ম্যাচের পর গোলের গড়পরতা হিসাব নিম্নমুখী। আমি তাই দলের আক্রমণ ভাগের পারফরম্যান্স নিয়ে চিন্তিত।"