পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চেন্নাইয়িন এফসি’র বিরুদ্ধে আক্রমণে জোর হাবাসের - এটিকে মোহনবাগান

শেষ দুটো ম্যাচে হার এবং ড্রয়ের স্বাদ পেয়েছে এটিকে মোহনবাগান। শেষ ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে এডু গার্সিয়ার দুরন্ত ফ্রি কিক থেকে এগিয়ে গেলেও তা ধরে রাখা সম্ভব হয়নি। হাবাস বলেন,"কর্নারের সময় সেকেন্ড বল নেওয়ার ক্ষেত্রে আমরা প্রস্তুত ছিলাম না। এখনও পর্যন্ত আমরা তিনটি গোলের দুটো কর্নার থেকে আর একটি পেনাল্টি থেকে হজম করেছি।"

atk_mohunbagan_chennain match preview
চেন্নাইয়িন এফসি’র বিরুদ্ধে আক্রমণে জোর আন্তেনিয়ো লোপেজ় হাবাসের

By

Published : Jan 20, 2021, 5:43 PM IST

কলকাতা, 20 জানুয়ারি : পয়েন্ট নষ্টের জোড়া ধাক্কা সামলে জয়ের খোজে রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসরা । বৃহস্পতিবার আন্তেনিও লোপেজ হাবাসের এটিকে মোহনবাগানের সামনে চেন্নাইয়িন এফসি। গতবছর রানার্স হয়েছিল দলটি। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে ড্র করেছিল তারা । ফলে চেন্নাই শিবির যে ফের সবুজ-মেরুনের জন্য কঠিন প্রশ্নপত্র তৈরি রাখবে তা ধরে নেওয়াই যায় । ফলে একটা বাড়তি চাপ তৈরির সম্ভাবনা রয়েছে ।

যদিও হাবাস বলছেন,"কোনও চাপ নেই । চ্যাম্পিয়নশিপের দৌড়ে ভালো-মন্দ দু’ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। আমরা মুম্বই এফসি এবং এফসি গোয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলেছি । খেতাব জয়ের দৌড়ে এই দুই দল অন্যতম দাবিদার । যদি আমাদের শীর্ষে পৌঁছাতে হয় তাহলে আক্রমণে আরও উন্নতি করতে হবে।" শেষ দুটো ম্যাচে হার এবং ড্রয়ের স্বাদ পেয়েছে এটিকে মোহনবাগান। শেষ ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে এডু গার্সিয়ার দুরন্ত ফ্রি কিক থেকে এগিয়ে গেলেও তা ধরে রাখা সম্ভব হয়নি। হাবাস বলেন,"কর্নারের সময় সেকেন্ড বল নেওয়ার ক্ষেত্রে আমরা প্রস্তুত ছিলাম না। এখনও পর্যন্ত আমরা তিনটি গোলের দুটো কর্নার থেকে, আর একটি পেনাল্টি থেকে হজম করেছি।" একই সঙ্গে যোগ করেছেন,"এগারো ম্যাচে মাত্র পাঁচ গোল হজম করার প্রধান কারণ দলের ভারসাম্য। আক্রমণ এবং রক্ষণের মধ্যে আরও ভারসাম্য বৃদ্ধির প্রয়োজন। আমার কাছে 30টি গোল করার পাশাপাশি 25 গোল হজম মোটেই ভালো লক্ষণ নয়। মুম্বই ম্যাচের পর গোলের গড়পরতা হিসাব নিম্নমুখী। আমি তাই দলের আক্রমণ ভাগের পারফরম্যান্স নিয়ে চিন্তিত।"


প্রতিটি ম্যাচে রয় কৃষ্ণাকে কড়া পাহারায় রাখছেন প্রতিপক্ষ ডিফেন্ডাররা । সেই সুযোগ কাজে লাগাতে পারছেন না ডেভিড উইলিয়ামস এবং মনবীর সিং। বিষয়টি নজর এড়ায়নি হাবাসের। "আমার দলে রয় কৃষ্ণার সঙ্গে উইলিয়ামস, এডু, মনবীর খেলে। এদের বাইরে আমার দলে কোনও স্ট্রাইকার নেই। এবার কি আমাকে মাঠে নামতে হবে?" উষ্মা সবুজ-মেরুন হেডস্যারের গলায়। তবে ফিজ়িয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণার উপর তাঁর যে বিশ্বাস রয়েছে তা জানিয়েছেন হাবাস । বলেন,"ফুটবলার হিসেবে রয় কৃষ্ণা অসাধারণ। শেষ ম্যাচে দুই তিনটি গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি। এই ধরনের ব্যর্থতা ফুটবলে হয়। কারণ ফুটবলে কোনও ম্যাজিক করা যায় না।"

আরও পড়ুন : ব্যক্তি নয়, দল হিসেবে খেলার কথা বলছেন গার্সিয়া-প্রবীররা


প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি সম্পর্কে সমীহের সুর এটিকে মোহনবাগানে। এই বছরের আইএসএলে দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভারসাম্য রয়েছে। যে কোনও দল যে কোনও দিন যে কোনও প্রতিপক্ষকে আটকে দিতে পারে। প্রতিটি দলেই ভালোমানের ফুটবলার রয়েছে। তাই চেন্নাইয়িনের বিরুদ্ধে সচেতনভাবে শুরু করতে চান হাবাস। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকলেও শীর্ষে ওঠার কথা বলছেন স্প্যানিশ কোচ। তাই ত্রুটি সামলে জয়ের খোজে এটিকে মোহনবাগান ।

ABOUT THE AUTHOR

...view details